১০ জেলায় চলছে ২য় দিনের ধর্মঘট

খুলনা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। সোমবার ভোর থেকে এ ধর্মঘটে যোগ দিয়েছে শরীয়তপুরের পরিবহণ মালিক শ্রমিকরাও।

তারেক মাসুদ ও মিশুক মুনিরের মৃত্যুর মামলায় গাড়িচালক জামির হোসেনের শাস্তির প্রতিবাদে রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

পরিবহন ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। বেনাপোল স্থলবন্দরে ভোগান্তিতে পড়েছেন ভারত থেকে আসা কয়েক হাজার যাত্রী।

জামিরের মুক্তির দাবিতে রায় ঘোষণার দিন থেকেই চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া ও শরীয়তপুর।

Check Also

ফরিদপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

সংবাদবিডি ডেস্ক ঃ ফরিদপুরে স্ত্রীর লোহার রডের আঘাতে খুন হয়েছে স্বামী। শনিবার রাত সাড়ে ১১টার …