বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ

রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে।

বিয়ের অনুষ্ঠান শুরুতে দেশের বাইরে করার পরিকল্পনা থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে বিদেশের মাটিতে নয়, বরং গোয়াতেই বসছে তাদের বিয়ের আসর।

গত বছরের শেষের দিকে এক ভাষণে মোদি বলেছিলেন যাদের জাঁকজমক করে বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে— তারা যেন দেশের কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেন রকুলপ্রীত ও জ্যাকি।
তবে বিয়ের পরই মধুচন্দ্রিমায় যাওয়া হবে না তাদের। বিয়ের পর্ব মিটতেই কাজে ফিরবেন তারা। কারণ মার্চ মাস থেকেই শুরু হবে ‘রামায়ণ’ সিনেমার শুটিং।
রকুল প্রীতকে দেখা যাবে শূর্পনখার চরিত্রে। এ ছাড়াও জ্যাকির ব্যস্ততা থাকবে তার প্রযোজিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটি নিয়ে। তাই বিয়ে সেরে একটু সময় নিয়েই ঘুরতে যাবেন যুগল।

Check Also

কোচ ছাড়াই ইমরান-শিরিনদের ইরান যাত্রা

সংবাদবিডি ডেস্ক ঃ এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আজ সকালে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে …