হাসল লিটনের ব্যাট, লড়াকু পুঁজি কুমিল্লার

সরকার নাদেল ঃ

সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না লিটন দাসের। জাতীয় দলের হয়ে খারাপ ফর্মটা টেনে এনেছিলেন বিপিএলেও। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ হচ্ছিলেন এই ওপেনার। যার প্রভাব পড়ছিল কুমিল্লার ব্যাটিংয়েও। অবশেষে আজ রানে ফিরলেন। তার ব্যাটে চড়ে খুলনার বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন লিটন। দলীয় ৬৯ রানে উদ্বোধনী জুটি ভাঙার পরই পথ হারায় কুমিল্লা।

শেষদিকে জাকের আলি ও মাহিদুল অঙ্কনের ১২ বলে ৩০ রানের জুটিতে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় তারা। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও ফাহিম আশরাফ।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …