বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন কমিশন গঠনে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে যে নামগুলো প্রকাশ করলেন এর মধ্যে একজন বিএনপির ও আরেকজন আওয়ামী লীগের প্রস্তাবক বললেন। তবে বাকি তিন সদস্যেকে সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করলেন। নির্বাচন কমিশনারের বিষয়ে আমি বেশি কিছু জানি না। তবে শোনা যাচ্ছে তিনি নাকি জনতার মঞ্চের মানুষ ছিলেন।
সোমবার রাত সাড়ে ৯টায় সচিবালয়ে নবনিযুক্ত সিইসিসহ অপর চার কমিশনারের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দুদু।
দুদু বলেন, এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন তাদের সম্পর্কে ক্যাটাগরিলি কিছু বলতে চাই না। তবে এ নির্বাচন কমিশনারও দায়িত্ব পালন করবেন যদি নির্বাচনকালীন একটি সহায়ক সরকার হয়।