নিউজ ডেস্ক:কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা। তিনি সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
রোববার রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ মার্চ।
আঞ্জুমা সুলতানা সীমা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আফজল খানের মেয়ে। গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়াই করেছিলেন আফজল খান। তিনি স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম সাক্কুর কাছে পরাজিত হয়েছিলেন।
এ সিটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক সাক্কু। তিনি কুসিকের সদ্য বিদায়ী মেয়র।