বিশেষ প্রতিনিধি :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় থানা পুলিশের সহায়তায় রাজধানীর রামপুরায় ভূয়া দলিল তৈরী করে এক এক মুক্তিযোদ্ধার ৫২ শতাংশ জমি দখল করে কথিত বিএনপি নেতা সন্ত্রাসী মতিউর রহমান ডিজেল সেখানে স্থাপনা নিমান করছে। জমির মালিক মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে রামপুরা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ উল্টো মুক্তিযোদ্ধার পরিবারকে নানানভাবে হয়রানী করছে। অভিযোগ রয়েছে, রামপুরা থানার ওসি ভূমিদস্যুর পক্ষ নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারকে নানাভাবে হয়রানী করছে। এব্যপারে রামপুরা থানায় মামলা হলেও রহস্যজনক কারণে পুলিশ আসামীদের গ্রেপ্তার করছে না।
অভিযোগ রয়েছে, সন্ত্রাসী ডিজেলের হুমকি-ধামকিতে বাদীর পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। অসহায় মুক্তিযোদ্ধার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্ল্যা অভিযোগ করে জানান, গত ২৪ এপ্রিল রাতে স্থানীয় ভূমি দস্যু ডিজেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাসায় হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে। পরিবারের সদস্যরা এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের বেদম প্রহার করে। এসময় তারা স্থানীয় থানা পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। বার বার রামপুরা থানার ওসিকে অবহিত করলেও তিনি কোন সাড়া দেননি। ডিজেলের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যাপব লুটপাট চালিয়ে পরবতীতে বসতভিটা দখল করে নেয়।
পরিবারের সদস্যদের সেখান থেকে বের করে দেয়। এব্যাপারে খিলগাঁও থানায় একটি মামলা করলে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠে। মামলা প্রত্যাহার করার জন্য তারা বারবার বাদীকে হুমকি-ধামকি দিতে পারে। বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি-ধামকি দিতে থাকে। তবে রহস্যজনক কারণে পুলিশ আসামীদের গ্রেপ্তার করছেনা। মুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্লা আরো অভিযোগ করেন, স্থানীয় ভূয়া মুক্তিযোদ্ধা ফজর আলীর নাম ব্যবহার করে বিএনপি নেতা সন্ত্রাসী ডিজেল পুলিশকে হাত করে রামপুরা এলাকায় আরো ১০/১২টি জমি অবৈধভাবে দখল করে রেখেছে। ডিজেল পুলিশের সহায়তায় বাদীর পরিবারের সদস্যদের বিভিন্ন মামলা দিয়েও হয়রানী করছে।