জ্যাকি চ্যান অভিনীত চীন-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘কুংফু ইয়োগা’ মুক্তির প্রথম সপ্তাহে চীন থেকে আয় করেছে ৯৬ কোটি ৩০ লাখ ইউয়ান (৯৪৩ কোটি রুপি)।
চীন ও ভারতের মধ্যকার চুক্তি অনুযায়ী তিনটি সিনেমা দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মীত হওয়ার কথা। সেই চুক্তির প্রথম সিনেমা হলো ‘কুংফু ইয়োগা’। এতে জ্যাকি চ্যান ছাড়াও অভিনয় করেছেন সনু সুদ, আমিরা দস্তুর এবং দিশা পাটানির মতো ভারতীয় অভিনয়শিল্পীরা।
চলতি সপ্তাহে চীনা বক্স অফিসে দ্বিতীয় স্থানে আছে ‘জার্নি টু দ্য ওয়েস্ট : ডিমনস স্ট্রাইক ব্যাক’ সিনেমাটি, ৮২ কোটি ২০ লাখ ইউয়ান আয় নিয়ে। তৃতীয় স্থানে আছে ‘ডাকইউড’, এটি আয় করেছে ৫০ কোটি ৩০ লাখ ইউয়ান।
সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ৩ ফেব্রুয়ারি।