ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রুহুল আমিনের রিট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

আজ রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রুহুল আমিনের আইনজীবী আবিদ চৌধুরী।

রুহুল আমিন হাওলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন।  তবে ঋণখেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।

এই আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করেন হাওলাদার। ৭ ডিসেম্বর শুনানি নিয়ে ইসিও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।  পরে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুহুল আমিন হাওলাদার।

সে সময় আইনজীবী আবিদ চৌধুরী বলেন, মনোনয়নপত্র বাতিল করে ইসির ৭ ডিসেম্বর নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। নির্বাচনে প্রার্থিতা পেতেই এই রিটটি করা হয়েছে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …