কিশোর খেলার সাথী বাঘ

১২ বছরের ব্রাজিলীয় কিশোর টিয়াগো হ্রদে এক জোড়া জাগুয়ারের সঙ্গে বসে আছে। তার একটি আবার রীতিমতো টিয়াগোর গলা জড়িয়ে ধরে আছে।

সামাজিক যোগোযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হওয়ায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল ছবিটি ভুয়া নয় তো? পরে জানা যায় ছবিটি আসল। ব্রাজিলে জন্ম টিয়াগো সিলভিয়েরা শিশু বয়স থেকে জাগুয়ারদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে। খবর বিবিসির।

টিয়াগোর বাবা লিয়ান্দ্রো সিলভিয়েরা আর মা আনা জাকোমো দুজনেই বিজ্ঞানী। ব্রাজিলের জাগুয়ার ইনস্টিটিউটে কাজ করেন তারা।

তাদের মূল লক্ষ্য আমেরিকায় বাঘ, চিতাবাঘ, জাগুয়ারজাতীয় বন্যপ্রাণী নিয়ে গবেষণা ও তাদের সংরক্ষণ।

তাদের ছেলে এমন একটি পরিবেশে জন্মেছে, যেখানে শিশু বয়স থেকে সে জাগুয়ারদের সঙ্গে বড় হয়ে উঠেছে। তাদের সঙ্গে কীভাবে মানিয়ে চলতে হয়, সেটি ও সহজাতভাবেই শিখেছে। টিয়াগোর বাবাই ভাইরাল হওয়া ছবি প্রথম পোস্ট করেন।

টিয়াগোর যখন জন্ম, তখন তার বাবা-মা তিনটি জাগুয়ার ছানাকে বড় করছিলেন। বেড়াতে বের হলে পথে তারা থামতেন চার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। টিয়াগো আর তিনটে জাগুয়ার ছানা। বাঘজাতীয় পশুর সঙ্গে বড় হওয়ার বিরল অভিজ্ঞতা হয়েছে টিয়াগোর।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …