ইকুয়েডরে বার্সেলোনা সমর্থকদের বাস উল্টে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে একটি ফুটবল ক্লাবের সমর্থকদের বহনকারী বাস দুঘর্টনার শিকার হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩০ আহত হয়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাসটিতে ইকুয়েডরের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের সমর্থকরা ছিলেন। ইকুয়েডরের দক্ষিণাঞ্চলীয় শহর কুয়েঙ্কায় একটি স্থানীয় টুর্নামেন্টে প্রিয় দলের খেলা দেখার পর সেখান থেকে উপকূলীয় শহর গুয়াইয়কুইলে নিজেদের এলাকায় ফিরছিলেন তারা। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে উল্টে যায়। এতে ১২ জন নিহত ও ৩০ জনের মতো আহত হয়।

গুয়াইয়াকুইলের ফুটবল ক্লাব বার্সেলোনা এস. সি’র সভাপতি এবং ইকুয়েডর জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক হোসে ফ্রান্সিসকো এক টুইটে বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের সমর্থকদের দুর্ঘটনার খবর পেয়েছি।’

ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর এক কর্মকর্তা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আরেকটি গাড়িকে কাটিয়ে যাওয়ার পরপরই দুর্ঘটনায় পরে বাসটি।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …