কোটা বাতিলের সুপারিশ প্রায় চূড়ান্ত: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল চেয়ে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশ প্রতিবেদন চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেছেন, ‘কোটা নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত। আমরা মেরিটকে প্রাধান্য দিয়ে কোটা উঠিয়ে দেওয়ার সুপারিশ করব।’

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোটার বিষয়ে আদালতের একটা রায় রয়েছে উল্লেখ করে শফিউল আলম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে। যদি খালি থাকে তবে খালি রাখতে হবে। এ ব্যাপারে কোর্টের মতামত চাইব। কোর্ট যদি এটাকেও ওয়েব করে দেয় তবে কোটা থাকবে না।’

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …