ফাইলস গো’ নামে নতুন অ্যাপ আনল গুগল

অনলাইন ডেস্ক : ফাইলস গো’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে মার্কিন সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। এ অ্যাপসটির মাধ্যমে খুব সহজে ও দ্রুততম সময়ে ফাইল খুঁজে বের করা, ডিলিট করা বা মুছে ফেলা এবং তা অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।

বিশ্বব্যাপী গুগল প্লে স্টোরে ‘ফাইলস গো’ অ্যাপটি পাওয়া যাবে। তবে অ্যাপটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ললিপপ বা এর পরের অপারেটিং সিস্টেম সংস্করণ চালিত মোবাইল ফোন থাকতে হবে।

অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনেও ‘ফাইলস গো’ অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়া নকিয়া মোবাইল, প্যানাসনিক, মাইক্রোম্যাক্স, লাভা, ইনটেক্স. কার্বন ও জোলোর মতো কোম্পানিগুলো আগামীতে নতুন মডেলের যেসব স্মার্টফোন বাজারে ছাড়বে, সেগুলোয় ‘ফাইলস গো’ অ্যাপ বিল্টইন থাকবে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …