মুক্তিযোদ্ধা আবু তাহের হত্যায় ৫ জনের ফাঁসি

ঢাকা:রাজধানীর রামপুরা প্রাক্তন কর কমিশনার ও মুক্তিযোদ্ধা আবু তাহের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।

জানা যায়, ২০১৫ সালের ২ মার্চ রাতে রামপুরার নিজ বাসায় ঘুমাতে যান কমিশনার আবু তাহের। এ সময় তার ড্রাইভার নাসিরসহ অজ্ঞাতনামা কয়েকজন গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেন। এরপর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে অস্ত্রের মুখে জিম্মি করেন এবং পরে আলমারির চাবি নিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংঙ্কার ও টাকা-পয়সা লুট করে। তারা যাওয়ার সময় আবু তাহেরের ডান হাতের কব্জির রগ কেটে দেয়।

খবর পেয়ে পরদিন সকালে তার ছেলে এটিএম আরিফুল হক তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবু তাহেরের ছেলে বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

চার্জশিটভুক্ত ৯ আসামি হলেন- ড্রাইভার নাসির, তার সহযোগী রাসেল তালুকদার, রুস্তম, আমির হোসেন, সোহেল রানা, নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …