নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে এই ৭টি রেকর্ড করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: কৃতিত্বের সাথেই এবারের ত্রিদেশীয় সিরিজের শেষ করলো বাংলাদেশী টাইগাররা।  শেষ ম্যাচে কিউইদের পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল।  আর এর মধ্যে দিয়েই টাইগাররা ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো এবং সেই সাথে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ছয় নম্বর অবস্থান নিশ্চিত করলো টাইগাররা।  আর কিউই বধের এই দিনে অনেক গুলো রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব ।  এক নজরে দেখে নেয়া যাক গত কালের খেলার রেকর্ডগুলো।

১।  ০নিউজিল্যান্ডের ইনিংসে ছক্কাসংখ্যা।  বাংলাদেশের বিপক্ষে ৩০ ওয়ানডেতে এই প্রথম কোনো

ছক্কা নেই কিউই ব্যাটসম্যানদের।  বাংলাদেশের বিপক্ষে ১৯৯৯ বিশ্বকাপে সর্বনিম্ন একটি ছক্কা ছিল দলটির ইনিংসে।
২।  ৩৫
নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের ওয়ানডে উইকেট।  সংখ্যাটা বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ।  এই সিরিজের আগে ৩৩ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস।
৩।  ৩
বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বার এক ম্যাচে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান ফিফটি পেলেন। সর্বোচ্চ চারজন ফিফটি পেয়েছিলেন ২০১০ সালে নেপিয়ারে।
৪।  ২৪২
এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ সর্বশেষ তিন ওয়ানডেতে টম ল্যাথামের রান।  কিউই ওপেনার এর আগে টানা তিন ম্যাচে ৫০ পেরিয়েছিলেন একবারই, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা সফরে (৬০, ৬৪, ৫৪)।
৫।  ৯
নয় ম্যাচ পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেললেন নাসির হোসেন। এর আগে ২০১৪-১৫ মৌসুমে টানা সর্বোচ্চ সাত ম্যাচ একাদশের বাইরে ছিলেন নাসির।
৬।  ১ম
বাংলাদেশের বিপক্ষে এই প্রথম নিউজিল্যান্ডের বোলিং সূচনা করলেন কোনো স্পিনার।
৭।  ৬
কাল ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এই প্রথম ইনিংসের প্রথম বলে ছক্কা মারলেন কেউ।

 

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …