পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা ৪ ফেরি

সংবাদবিডি ডেস্ক :

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে যায়। পরে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই চারটি ফেরি আটকে পড়ায় নৌঙর করে ফেরিগুলো। এতে নৌপথে দুর্ঘটনা এড়াতে আজকে ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ অভন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে থেকেই নদীতে কুয়াশা ছিল। তবে আজকে ভোর ৫টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই চারটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। প্রায় প্রতিদিনই  চার থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। তবে নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩টি ফেরি চলাচল করছে বলে বলে তিনি জানান।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …