প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার, তৈরি অস্থায়ী জেল

৩৫ ঘণ্টা আটক করে রাখার পরে গ্রেপ্তার করা হলো কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। তাকে গ্রেপ্তার করেছে সীতাপুর থানা পুলিশ।

ভারতের উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শান্তিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কাকে। যে গেস্ট হাউসে প্রিয়াঙ্কাকে আটক করে রাখা হয়েছিল, সেটাকেই অস্থায়ী জেল তৈরি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রিয়াঙ্কাসহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের মধ্যে কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা, অজয় কুমার লাল্লুও রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে। প্রিয়াঙ্কার অফিসের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও সূত্রের খবর, শিগগিরই আদালতে তোলা হবে তাদের।

সংঘর্ষের ঘটনায় আটজনের মৃত্যুর পরে রোববার (৩ অক্টোবর) রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। কিন্তু পথে সীতাপুরে তার কনভয় আটকে তাকে যোগীরাজ্যের পুলিশ আটক করে। প্রিয়াঙ্কাকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ করে কংগ্রেস। তার হাতে হাতকড়া পরানো হয়। প্রিয়াঙ্কার কনভয় আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়ান।

Check Also

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার

সংবাদবিডি ডেস্ক ঃ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও …