ভাসানচর থেকে ছয় রোহিঙ্গা দালাল গ্রেপ্তার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে রোহিঙ্গা পলায়নের সহায়তাকারী ৬ রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১৩ সেপ্টেম্বর দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাদেরকে ভাসানচর থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলো আবু সাইদের ছেলে সাবের (২১), ইয়াসিনের ছেলে জুবায়ের (২০), দিল মোহাম্মদের ছেলে আবুল হোসেন (২৬), সিদ্দিকের ছেলে রফিক (১৮), জাকারিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও হাবিবুল্লাহর ছেলে আবদুল গফফার (৩২)।

বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে কোস্টগার্ড, ভাসানচর থানার এসআই আবুল কালাম বাদী হয়ে মামলা করেন।

প্রসঙ্গত, নোয়াখালীর দশম থানা হিসেবে গত ১৯ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাসানচর থানার উদ্বোধন করেন। হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ছয়টি মৌজা নিয়ে এই থানা গঠিত হয়।

Check Also

আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

সংবাদবিডি ডেস্ক ঃ গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ। রোববার …