Microscopic illustration of the spreading 2019 corona virus that was discovered in Wuhan, China. The image is an artisic but scientific interpretation, with all relevant surface details of this particular virus in place, including Spike Glycoproteins, Hemagglutinin-esterase, E- and M-Proteins and Envelope.

মমেকে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু চার

ময়মনসিংহ ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদরের অজিত কুমার (৭৭) নামে একজন মারা গেছেন।

এ ছাড়া ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে জামালপুরের দুইজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। তারা হলেন- জামালপুর সদরের আব্দুর রহমান (৫০), কামাল শেখ (৮০) ও ময়মনসিংহ সদরের নূর আহমেদ খান (৭০)।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১০৫ জন। এর মধ্যে ছয়জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

এদিকে জেলায় এক দিনে ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Check Also

ভালুকায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে যুবলীগ নেতা সজীবের কম্বল বিতরণ

ভালুকা প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভালুকায় যুবলীগের উদ্যোগে প্রতিবন্ধী …