ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু

এম আজজিুল হক ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী পুরুষ টিকা দিতে কেন্দ্রে আসেন। টিকাদানের প্রথম দিনে বিভিন্ন কেন্দ্রে টিকা গ্রহিতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে প্রথম দফায় ৭ হাজার ২শ ব্যক্তিকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিক্তিতে করোনার এ টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের ২৫ বছরের উর্ধ্বে নারী পুরুষ সবাই টিকা কার্যক্রমের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …