কালো টাকা বৈধ করার সুযোগ সবসময় থাকবে: অর্থমন্ত্রী

করোনাকালীন জরুরি কেনাকাটায় যে ধরনের প্রস্তুতি নেয়া দরকার ছিলো তা পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন যতদিন কালো টাকা থাকবে, ততদিন তা বৈধ করার সুযোগও থাকবে।

বুধবার (১৯ মে) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী। এসময় সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনের সিনোফার্মের করোনা টিকা ক্রয়ে নীতিগত অনুমোদন দেয় কমিটি।

মন্ত্রী বলেন, যতদিন কালো টাকা থাকবে, ততদিন তা বৈধ করার সুযোগও থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সময়মত তাদের দায়িত্ব পালন করতে পারেনি। বারবার একই ভুল না হলে আমরা অনেক কিছুকেই বিবেচনায় আনতাম না।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …