করোনায় চা শ্রমিকদের দুর্দশা চরমে

ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা না পাওয়ায়, দারিদ্র্য পিছু ছাড়ছেনা মৌলভীবাজারের চা শ্রমিকদের। করোনায় তাদের অভাব বেড়ে গেছে আরো কয়েকগুণ। চা শ্রমিকদের অভিযোগ, স্বাস্থ্য সুরক্ষায় বাগান মালিকরা তেমন কোন ব্যবস্থা নেয়নি। দেয়া হয়নি কোন অনুদান।

দেশে চা বাগান রয়েছে ১৬৩টি। এরমধ্যে শুধু মৌলভীবাজারেই ৯২টি। যেখানে কাজ করছে লক্ষাধিক শ্রমিক। বছরের পর বছর গায়ের ঘাম ঝরিয়ে শিল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এসব শ্রমিক।

চা শ্রমিকরা জানান, করোনার মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের জন্য ব্যবস্থা করা হয়নি কোন অনুদানের। আছে বেতন বৈষম্য। দীর্ঘদিনেও বাড়েনি কোন সুযোগ-সুবিধা।

শ্রমিক সংগঠনের নেতারা জানান, বার বার তাদের দাবিগুলো মালিকপক্ষের কাছে তুলে ধরা হলেও কোন সমাধান মেলেনি। ফলে পরিবার-পরিজন নিয়ে অভাবে দিন কাটছে তাদের।

এই গোষ্ঠীর জীবন মানোন্নয়নে বাগান কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি সহযোগিতা কামনা করছেন চা শ্রমিকরা।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …