করোনাপ্রতিরোধ ও সঙ্কটে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারকারা

করোনাপ্রতিরোধ ও সঙ্কটে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারকারা। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ‘পিএম কেয়ারস’ ২৫ কোটি রুপি দেওয়ার কথা জানিয়ে ভক্তদের প্রশংসা পাচ্ছেন অক্ষয় কুমার। তার স্ত্রী টুইঙ্কেল খান্না শনিবার এক টুইটবার্তায় বলেছেন, ‘আমি ওঁর কাজে গর্বিত‘।

‘বাহুবলী’ খ্যাত প্রভাস তিন কোটি রুপি দিচ্ছেন‘পিএম কেয়ারস’-এ। এছাড়াও অন্ধ্র ও তেলঙ্গানাকে ৫০ লক্ষ করে। তেলুগু অভিনেতা তথা জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণও ‘পিএম কেয়ারস’-এ ১ কোটি, অন্ধ্র- তেলঙ্গানাকে ৫০ লক্ষ করে দিচ্ছেন। এই দু’রাজ্যকে ভাগ করে এক কোটি রুপি দেবেন মহেশ ভাট।

কমেডিয়ান কপিল শর্মা ৫০ লক্ষ রুপি দিচ্ছেন কেন্দ্রীয় তহবিলে। হৃত্বিক রোশন এন-৯৫ মাস্ক দিয়েছেন পৌরসভার সেবাকর্মীদের।

বিজেপি সাংসদ হেমা মালিনী ১ কোটি ও সানি দেওল ৫০ লক্ষ রুপি দিচ্ছেন তাদের এমপিল্যাড থেকে। এই মুহূর্তে কর্মহীন দক্ষিণের চলচ্চিত্র শিল্পের কলাকুশলীদের জন্য ৫০ লক্ষ রুপি দিচ্ছেন রজনীকান্ত।

এমনই ঘোষণার অপেক্ষায় আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, আমির খানেদের ভক্তরা।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …