মাগুরায় ১৮৮ জন হোম কোয়ারেন্টাইনে

আল এমরান মাগুরা প্রতিনিধি: মাগুরায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া
যায়নি। রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় বিদেশ ফেরত ১৮৮ জনকে হোম
কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বরিবার পর্যন্ত জেলায়
বিদেশ থেকে আসা ১৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা,
উপজেলা স্বা¯’্য বিভাগের পাশাপাশি ¯’ানীয় স্বা¯’্যকর্মীদের মাধ্যমে হোম
কোয়ারেইটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের নজরদারীতে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, শহরের স্টেডিয়ামপাড়, পিটিআই পাড়া, শহরতলী ঘোড়ামারা
ও বরুনাতৈল গ্রামে বিদেশ থেকে আসা একাধিক ব্যক্তি হোম
কোয়ারেনটাইন না মানায় ¯’ানীয়দের অভিযোগের ভিত্তিতে স্বা¯’্য বিভাগ ও
প্রশাসনের টিম এসব এলাকায় গিয়ে হোম কোয়ারেন্টাইন অমান্যকারী ব্যক্তি ও
তাদের পবিরারের সদস্যদের এ বিষয়ে সর্তক করা হয়েছে। সেই সাথে বিভিন্ন
এলাকায় করোনার প্রর্দুভাব থেকে নিজে ও অন্যকে সর্তকতা অবলম্বনের বিষয়ে
সচেতন করা হ”েছ।
এদিকে, করোনা প্রতিরোধে জেলার সদর জেলা পাড়ায় ৫ তলা বিশিষ্ট একটি ভবন
সহ তিন উপজেলায় কোয়ারেন্টাইন সেন্টার প্র¯‘ত রাখা হয়েছে। একইভাবে
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ২০ বেডের ও তিনটি উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ৫
শয্যার আইসোলেশন ওয়ার্ড ¯’াপন করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় কোন প্রকার মিলিছ, মিটিং, সমাবেশ,
ধমীয়, সামাজিক সহ সকল ধররেন অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষন করা হয়েছে। কোন
কোন ইউনিয়ন পরিষদের পক্ষথেকে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ীর সামনে লাল পতাকা
উড়িয়ে সর্তক করা হ”েছ।
উল্লেখ্য, ইমিগ্রেশন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী মাগুরা জেলায় ১লা মার্চ হতে
১৮ মার্চ পর্যš‘ বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৩৪৮ জন ব্যক্তি বাড়ীতে এসেছে।
যাদের মধ্যে ১ হাজার ৯১১ জন ভারত থেকে আর অন্যান্যরা বিভিন্ন দেশ থেকে
এসেছেন। এ ক্ষেত্রে অধিকাংশ বিদেশ ফেরৎ ব্যক্তি তালিকার বাহিরে রয়েছেন। তবে
ইমিগ্রেশন পুলিশের দেয়া তালিকা প্রাপ্তির পর তা ¯’ানীয় প্রশাসনসহ
স্বা¯’্যকর্মীদের সমন্বয়ে যাচাই বাছাই করে ব্যাব¯’া নেয়ার নির্দেশনা প্রদান
করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
মাগুরা পৌর সভার পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন ¯’ানে ব্যাসিং বসিয়ে হাত
ধোয়ার কার্যক্রম চলু করেছেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …