তৈরী পোষাক কারখানার শ্রমিকদের মধ্যে করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ

তৈরী পোষাক কারখানার শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গার্মেন্টস মালিকরা। কারখানায় কর্মরতদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে নিয়মিত শ্রমিকদের শরীরে তাপমাত্রা পর্যবেক্ষণ, হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা হচ্ছে।

এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আলাদা কমিটি গঠন করা হয়েছে অনেক কারখানায়। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শ্রমিকদের কাজের চাপ কমাতে কর্ম ঘন্টা কমানো হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

এদিকে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করছেন বলে জানান, গার্মেন্টস শ্রমিকরা। তবে অনেক শ্রমিক এক সাথে কাজ করায় শংঙ্কায় ভোগেন তারা।

কর্মক্ষেত্রের পাশাপাশি বাড়িতেও শ্রমিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …