শিশু ধর্ষণকারীর সাজা কেন মৃত্যুদণ্ড নয়, হাইকোর্টে রুল

শিশু ধর্ষণকারীদের সাজা কেন মৃত্যুদণ্ড নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার (১৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন।

এসময় ধর্ষণ প্রতিরোধ ও ভুক্তভোগীদের সহায়তা কমিশন গঠনের নির্দেশ দেয় আদালত।

রুলে, সাক্ষ্য সুরক্ষা আইন ও অপরাধীদের ডিএনএ ডাটাবেইজ সংরক্ষণ, সব জেলায় ওয়ানস্টপ হেল্প সেন্টার চালু, বিচার সংশ্লিষ্টদের বিশেষ প্রশিক্ষণ, ভিকটিমের ছবি প্রকাশ না করা এবং এন্টি রেপ আইন পুনঃ পরীক্ষণের জন্য কেন কমিশন গঠন করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

ধর্ষণ বৃদ্ধির কারণ নিরূপণ এবং প্রতিরোধে কি ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে আলাদা কমিশন গঠনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আন্টি রেপ এলার্ম চালু করে তা ৯৯৯ এর সাথে যুক্ত করে ধর্ষণ প্রতিরোধের সম্ভাব্যতা যাচাই করতে বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেয় আদালত। ৬০ দিনের মধ্যে এবিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …