সরকারি প্রতিষ্ঠান কেন লাভের মুখ দেখে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সরকারিভাবে কোন প্রতিষ্ঠান চালাতে গেলে তা কেন লাভের মুখ দেখে না জানতে চেয়ে দেশে শিল্পায়নের লক্ষ্যে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবসের উদ্বোধনীতে এসব বলেন শেখ হাসিনা।

জাতীয় বস্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বস্ত্র খাতে বিশেষ অবদান রাখায় বিজিএমইএ, বিকেএমইএসহ ৯ টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ আলোচনায় দেশের প্রতিটি খাতকে উন্নত করার ঘোষণা দেন শেখ হাসিনা। দেশের অর্থনীতি এগিয়ে নিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদও দেন তিনি। এককভাবে পরিচালিত কোন প্রতিষ্ঠান লাভবান হয় না জানিয়ে দেশের শিল্প খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রপ্তানীর ক্ষেত্রে বহুমুখীকরণের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, চাহিদার কথা মাথায় রেখে দেশিয় পণ্য উৎপাদন করতে হবে। শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নেয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

পরে জাতীয় বস্ত্র দিবসের উদ্বোধন করে সম্মেলন স্থল প্রাঙ্গনে আয়োজিত বস্ত্র মেলা ঘুরে দেখেন শেখ হাসিনা।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …