৫০ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৫

নিউজ ডেস্ক: রাজধানীর কুড়িল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ। গতকাল বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো: আবু হানিফ, আফছার আলী, নজরুল ইসলাম, মুক্তার হোসেন, রহিচ উদ্দিন। এ সময় তাদের কাছ হতে ফল রাখার বক্সে ছয়টি কাঁচের জারের ভিতর দুইটি কোটায় বাদামি রংয়ের তরল জাতীয় পদার্থ, অপর দুইটি কোটার ভিতর সাদা রংয়ের পাউডার ও আরো দুইটি কোটার মধ্যে নীল জাতীয় পাউডার উদ্ধার করা হয়েছে।

ডিবি যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত সাপের বিষ চোরাই পথে আমদানি করে বিভিন্ন ঔষধ কোম্পানিতে সরবরাহ করে বলে জানায়। তারা যা দামের কথা বলে আসলে এই বিষ এতো দামি না।

তিনি আরো বলেন, মূলত তারাই ক্রেতা-বিক্রেতা সেজে সাপের বিষের দাম বাড়িয়ে প্রতারণামূলক এ কাজ করে। তারা ফোনে ২৫ কোটি টাকায় কেনা বেচার কথা বলছিল। এর আগেও উদ্ধারকৃত সাপের বিষ আসল নাকি নকল ছিল জানতে চাইলে তিনি বলেন, ওটা পরীক্ষা করার জন্য দেয়া হয়েছে। তার ফলাফলের কপি এখনো আমরা পাইনি।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …