পারিবারিক কলহ, পরকীয়া,তিন মাসে আত্মহত্যা ১১৩ জনের

নিউজ ডেস্ক: জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসে ১১৩ জন নারী, পুরুষ ও শিশু আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী ৭২ জন, পুরুষ ২৮ জন ও শিশু ১৩ জন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএসইএইচআর) এক পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে।

বিএসইএইচআরের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন,  ‘আত্মহত্যাও একটি সামাজিক ব্যাধি। দিনদিন দেশে বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা। নারী-পুরুষের পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিশু আত্মহত্যার ঘটনাগুলো বেশ উদ্বেগজনক। পারিবারিক কলহ, মান-অভিমান, জেদ, পরকীয়া, রাগ প্রভৃতি কারণে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে।’

তিনি বলেন, আমাদের দেশে নারী আত্মহত্যার প্রধার একটি কারণ হলো পারিবারিক নির্যাতন। নারীর ওপর নির্যাতনের মাত্রা কমে গেলে নারীদের আত্মহত্যার প্রবণতাও কমে যাবে।

আত্মহত্যার ঘটনা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপর খুলনা বিভাগ। সর্বনিম্ন সিলেট বিভাগে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …