মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমডিবি) থেকে ব্যক্তিগত ব্যাংক একাউন্টে ৬২ কোটি ৭০ লাখ ডলার স্থানান্তরের অভিযোগে তাকে বুধবার গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার দুর্নীতি-বিরোধী কমিশন (এমএসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় তিন মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় গ্রেপ্তার হলেন নাজিব রাজাক। এর আগে নাজিবের বিভিন্ন বাড়ি ও অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী উদ্ধারের পর গত ৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এর একদিনের মাথায় পাসপোর্ট জমা রাখা এবং এক মিলিয়ন রিঙ্গিতের (মালয়েশিয়ার মুদ্রা) বন্ডে জামিন পান তিনি।

জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে তখন অর্থ পাচারসহ একাধিক অভিযোগ আনা হয়। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। এসব মামলার তদন্তকাজ পরিচালনা করছেন দেশটির কর্মকর্তারা। তদন্তের অংশ হিসেবে বুধবার দুর্নীতি-বিরোধী কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীরা নাজিব রাজাকের কাছে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করা ৬২ কোটি ৭০ লাখ ডলারের উৎস জানতে চান।

সৌদি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০১৩ সালের নির্বাচনে জিততে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ৬৮ কোটি ১০ লাখ ডলার দিয়েছিল সৌদি আরব। মূলত দেশটিতে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ঠেকাতেই তাকে এ অর্থ দেওয়া হয়েছিল। তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহ অর্থ প্রদানের বিষয়টি অনুমোদন করেছিলেন।

মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল ইসলামপন্থী সংগঠন প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস)। এ দলটির উদ্যোক্তারা মুসলিম ব্রাদারহুডের দর্শন দ্বারা অনুপ্রাণিত। মূলত এই দলটিকে ঠেকাতেই নাজিবকে তহবিল দিয়েছিল সৌদি আরব। যে নির্বাচনের জন্য এই তহবিল দেওয়া হয়েছিল সে নির্বাচনে জয় পায় নাজিব রাজাকের দল।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …