‘মেন্থল সিগারেট বহুগুণ বেশি ক্ষতিকর’

অনলাইন ডেস্ক: সিগারেট-বিড়ির ধোঁয়ায় রয়েছে প্রায় ১০০টি অত্যন্ত ক্ষতিকর রাসায়ানিক। এগুলির মধ্যে ৭০টি ক্যানসারের জন্য সরাসরি দায়ী। কিন্তু এসব জেনেও অভ্যাসের কারণে সিগারেট-বিড়ি ছাড়তে পারেন না বেশিরভাগ ধূমপায়ী। অনেকের আবার পছন্দ মেন্থল সিগারেট। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দাবি করা হয়েছে, মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের চেয়ে অনেকগুণ বেশি ক্ষতিকর।

অনেকে মনে করেন মেন্থল সিগারেট খুব হালকা। এতে তামাকের পরিমাণ কম অথবা এর তামাক সাধারণ সিগারেটের তুলনায় অধিক পরিশোধিত যা স্বাস্থ্যের জন্য তেমন একটা ক্ষতিকারক নয়।

কিন্তু মার্কিন তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার মিচ জেলার একটি সাক্ষাৎকারে জানান, মিন্ট সিগারেটে তামাকের পরিমাণ মোটেও কম থাকে না। সাধারণ সিগারেটের মতোই একই পরিমাণ তামাক থাকে এতে। এরই সঙ্গে যুক্ত করা হয় বিশেষ রাসায়নিক যা সিগারেটে মিন্ট স্বাদ এনে দেয়। ফলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …