হাতিরঝিলে অবাধে চলছে ভারি যানবাহন

নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর হাতিরঝিলে অবাধে চলাচল করছে ভারি যানবাহন। রাত নামলেই ট্রাক-লরির দাপট বেড়ে যায়। এতে সড়কের ক্ষতি যেমন হচ্ছে, তেমনি দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। ট্রাফিক সার্জেন্ট থাকে না। চালকরা বলছেন, হাতিরঝিলে ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞার কথা তাদের জানা নেই।

রাত দশটার ছবি এটি। হাতিরঝিল প্রকল্পের সড়কে চলছে বেপরোয়া গতির ভারি ট্রাক ও লরি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান- সর্বোচ্চ পাঁচ টন ওজনের মালবাহী ট্রাক চলাচলের নিয়ম থাকলেও তা মানছেনা কেউ। রাতের বেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতিরঝিল সড়ক ব্যবহার করছে চালকরা।
রামপুরা মেরাদিয়া হয়ে পণ্যবাহনী ট্রাক প্রতিরাতেই চলাচল করে হাতিরঝিল দিয়ে। রামপুরা-কুড়িল মহাসড়কে ট্রাফিক পুলিশের চোখ এড়াতেই চালকরা বেছে নেয় এ পথ।

চালকরা বলেছেন, হাতিরঝিলে চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে তাদের কিছু জানা নেই।
ভারী যানবাহন চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে হাতিরঝিলে। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাও। তবে, প্রকল্পের নিরাপত্তাকর্মী বা ট্রাফিক পুলিশও দেখা যায় না রাতের বেলা।

প্রকল্পের নিরাপত্তার জন্যই ভারি যানবাহন চলাচল বন্ধের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …