যুক্তরাষ্ট্রে গলায় প্যানকেক আটকে বাংলাদেশি কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক: গলায় প্যানকেক আটকে যুক্তরাষ্ট্রের আটলান্টার ডোরাভিল শহরে ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোর সাজ্জাদের অকাল মৃত্যু হয়েছে। মাত্র ৭ মাস আগে মা সারাহ চৌধুরী এবং ছোট দু’ভাইয়ের সাথে অভিবাসন মর্যাদায় সে যুক্তরাষ্ট্রে এসেছিল। সাজ্জাদের অকাল মৃত্যুতে তার পরিবার ও প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার প্যানকেক তথা চিতই পিঠা দিয়ে সকালের নাস্তা করার সময় তা গলায় আটকে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। ২০ থেকে ৩০ মিনিট নিঃশ্বাসের প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে অচেতন হয়ে পড়ে সাজ্জাদ। এ অবস্থায় হতভম্ব অভিবাবকরা ফোন করেন পুলিশকে। সাথে সাথে তাকে এ্যাম্বুলেন্সে নিকটস্থ স্কটিশ রাইট হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তারগণ সর্বাত্মক চেষ্টা করেও গলা থেকে প্যানকেক সরাতে পারেননি। এভাবেই দুদিন পর তথা ১৬ ডিসেম্বর শনিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদের নামাজে জানাজা সম্পন্ন হয় ১৭ ডিসেম্বর রবিবার দুপুরে লরেন্সভিলস্থ ইসলামিক ইন্সটিটিউট মসজিদে এবং একইদিনে ওই মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …