জিয়ার শাসন অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ: ফখরুল

এম আজিজুল হক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ।

শনিবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের শাসনামলেই আওয়ামী লীগ বাকশাল থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল। সেক্ষেত্রে জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে বর্তমান ক্ষমতাসীন দল অবৈধ।

“জিয়াউর রহমানের আমলে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা কখনো অবৈধ হতে পারে না।”

দেশের সব রাজনৈতিক দলকে এক সাথে নির্বাচনে নিয়ে আসাটা নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব আরো বলেন, সরকার যা বলে তা করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সব দলকে একসাথে করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা কমিশনের কাজ। কিন্তু বর্তমান কমিশন তাতে ব্যর্থ। এই কমিশন দলীয়। এই কমিশনের অধীনে কোন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

ইসির সংলাপের কোন মূল্য নেই মন্তব্য করে তিনি বলেন, সংলাপের কোন ভবিষ্যত নেই। এটি কোন সংলাপ না।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …