মাগুরায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভবনা

আল এমরান,মাগুরা প্রতিনিধি: সরিষা চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকেরা
সরিষা চাষে যেমন বেশী আগ্রহী তেমনি মাঠের পর মাঠ সরিষা ফুলের সৌন্দর্য
দশনার্থীদেরও মুগ্ধ করে। চলতি মৌসুমে মঘী, আঠারোখাদা, রামনগর,
হাজরাপুর সহ জেলার বিভিন্ন মাঠে ব্যাপক ভাবে সরিষা চাষ হয়েছে । আর
এতে সম্ভাবনা রয়েছে বাম্পার ফলনের।
মাগুরার জেলায় এ বছরে ১৩ হাজার ৩ শত ১০ হেক্টর জমিতে সরিষা চাষ
হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ২১৫ হেক্টর, শালিখা উপজেলায়
৪ হাজার ২শত ৬৫ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৭ শত হেক্টর ও মহম্মদপুর
উপজেলায় ১ হাজার ১ শত ৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়। আর এসকল
জমি থেকে প্রায় ১৮ হাজার ৫০০ মেট্টিক টন সরিষা উৎপাদনে সম্ভাবনা
রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
সদর উপজেলার আড়াইশত গ্রামের কৃষক রমেন্দ্রনাথ জানান, চলতি মৌসুমে
তিনি দেড় একর জমিতে বারি সরিষা-১৪ জাতের উচ্চ ফলনশীল সরিষা চাষ
করেছেন। যা থেকে তিনি প্রায় ২০ থেক ২২ মন সরিষা পাবেন বলে আশা
করছেন।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মো: জাহিদুল
আমিন জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষথেকে সরিষা চাষ
সফল করতে সব ধরণের সহযোগিতা করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে
চলতি মৌসুমে সরিষার ফলন ভালো বলে হবে এবং লক্ষ মাত্র ছাড়িয়ে যাবে।
এ এলাকায় মৌ চাষীরা সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহের
পাশাপাশি সরিষা ফুলে পরাগায়ন ঘটাতে সহায়তা করে ফলে মৌসুম শেষে
সরিষা উৎপাদনের বাম্পার ফলন লক্ষ্য করা যায়।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …