সাক্ষাৎকার Archives – sangbadbd.com https://sangbadbd.com/archives/category/interview সংবাদ বাংলাদেশ Fri, 13 Aug 2021 04:58:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.5 81388850 শোক আর বেদনাময় স্মৃতির পসরা নিয়ে ফিরে ফিরে আসে পনের আগস্ট https://sangbadbd.com/archives/61762 Fri, 13 Aug 2021 04:58:03 +0000 https://sangbadbd.com/?p=61762 শোক আর বেদনাময় স্মৃতির পসরা নিয়ে ফিরে ফিরে আসে পনের আগস্ট। বয়স বাড়লেও বেদনা এতটুকু ঘুচেনি ঘাতকের বুলেটে সেদিন প্রাণ হারানো শেখ ফজলুল হক মনি ও আরজু মনি’র ছোট্ট সন্তান, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের। সংবাদ বিডি ডট কম দেয়া একান্ত সাক্ষাতকারে বলেন, ‘বাবা-মার সঙ্গে সন্তানের চির অমলিন সব স্মৃতি থেকে বঞ্চিত হয়েছেন ইতিহাসের কুখ্যাত …

The post শোক আর বেদনাময় স্মৃতির পসরা নিয়ে ফিরে ফিরে আসে পনের আগস্ট appeared first on sangbadbd.com.

]]>
শোক আর বেদনাময় স্মৃতির পসরা নিয়ে ফিরে ফিরে আসে পনের আগস্ট। বয়স বাড়লেও বেদনা এতটুকু ঘুচেনি ঘাতকের বুলেটে সেদিন প্রাণ হারানো শেখ ফজলুল হক মনি ও আরজু মনি’র ছোট্ট সন্তান, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের।

সংবাদ বিডি ডট কম দেয়া একান্ত সাক্ষাতকারে বলেন, ‘বাবা-মার সঙ্গে সন্তানের চির অমলিন সব স্মৃতি থেকে বঞ্চিত হয়েছেন ইতিহাসের কুখ্যাত খুনী চক্রের কারণে।’

বয়স তখনও ৪ হয়নি; পনের আগস্টের কালরাতে হারান বাবা শেখ ফজলুল হক মনি ও মা আরজু মনিকে। সৌভাগ্যক্রমে বেঁচে যান শেখ ফজলে নূর তাপস ও বড় ভাই শেখ ফজলে শামস পরশ। বিভীষিকাময় সেই সময়ের স্মৃতিচারণে বলেন, ‘মেঝেতে পড়ে আছে বাবা-মায়ের রক্তাক্ত মৃতদেহ; এছাড়া আর তেমন কিছুই মনে পড়ে না।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বাবার সেই রক্তাক্ত দেহটা পড়ে ছিল সিড়ির মেঝের উপরে। বাবার গলায় এটি গুলি লেগেছিল। বাবা একটি সাদা হাটাকাটা গেঞ্জি পড়া ছিল। এটা আমার আবছা মনে পড়ে। বাবার লাশটা যখন নিয়ে যাওয়া হয় তখন মেঝের উপর যে রক্ত জমাট ছিল সেটা আমার স্মৃতিতে খুব পীড়া দেয়।’

পনের আগস্টের খুনীদের বিচার হয়েছে। তবু স্বজন হারানোর অমোচনীয় এ বেদনা মৃত্যু অবধি তাড়িয়ে ফিরবে। ফজলে নূর তাপস বলেন, ‘যতই আমরা বড় হচ্ছি বা বয়স বাড়ছে এই বেদনাটা আসলে যাবার নয়। আমাদের জীবনটা খুব কষ্টের ছিল, অনেক সংগ্রামের ছিল। বাবার সাথে আমার কোন স্মৃতি নেই, আনন্দ, ভালোবাসা, আবেগ কেনোটাই মনে পড়ে না।’

স্বাধীনতার মাত্র ৩ বছরের মাথায় স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীরা আজো ঘাপটি মেরে আছে; সতর্ক থাকার আহবান সেদিনের ছোট্ট শিশু শেখ ফজলে নূর তাপসের। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা তো সব সময়ই তাদের ষড়যন্ত্রের জাল বুনতে থাকে।’

The post শোক আর বেদনাময় স্মৃতির পসরা নিয়ে ফিরে ফিরে আসে পনের আগস্ট appeared first on sangbadbd.com.

]]>
61762
দেশকে নেতৃত্বশূন্য্য করতে চেয়েছিলো ৩ নভেম্বরের খুনিরা: কাদের https://sangbadbd.com/archives/58925 Tue, 03 Nov 2020 04:12:38 +0000 https://sangbadbd.com/?p=58925 ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিলো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। …

The post দেশকে নেতৃত্বশূন্য্য করতে চেয়েছিলো ৩ নভেম্বরের খুনিরা: কাদের appeared first on sangbadbd.com.

]]>
৩ নভেম্বরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিলো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, জেল হত্যাকান্ডের অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।

The post দেশকে নেতৃত্বশূন্য্য করতে চেয়েছিলো ৩ নভেম্বরের খুনিরা: কাদের appeared first on sangbadbd.com.

]]>
58925
পথ শিশুদের ভালোবাসায় সিক্ত হলেন পাবনার “পাভেল” https://sangbadbd.com/archives/24530 Wed, 13 Dec 2017 12:55:02 +0000 http://sangbadbd.com/?p=24530 নিজস্ব প্রতিবেদক (মানব সাহা) : গতকাল মঙ্গলবার ১২তারিখ ফারদিন হাসান পাভেল এর শুভ জন্মদিন। পাবনা জেলা নারায়ন পুর রাধানগর এর মোঃ আমিনুর রহমান এর এক মাএ সন্তান ফারদিন হাসান পাভেল। সে ২০১৪সালের শেষের দিকে পড়াশুনার উদ্দেশ্য ঢাকায় আসে এবং ঢাকায় বনানীতে ইউনিভারসিটি অর্থ সাউথ এশিয়াতে বি এস সি ইন টেক্সটাইল এ ভর্তি হন সে বসবাসের …

The post পথ শিশুদের ভালোবাসায় সিক্ত হলেন পাবনার “পাভেল” appeared first on sangbadbd.com.

]]>
নিজস্ব প্রতিবেদক (মানব সাহা) : গতকাল মঙ্গলবার ১২তারিখ ফারদিন হাসান পাভেল এর শুভ জন্মদিন। পাবনা জেলা নারায়ন পুর রাধানগর এর মোঃ আমিনুর রহমান এর এক মাএ সন্তান ফারদিন হাসান পাভেল।

সে ২০১৪সালের শেষের দিকে পড়াশুনার উদ্দেশ্য ঢাকায় আসে এবং ঢাকায় বনানীতে ইউনিভারসিটি অর্থ সাউথ এশিয়াতে বি এস সি ইন টেক্সটাইল এ ভর্তি হন সে বসবাসের জন্য উওরা পাঁচ নম্বর সেক্টর বেঁছে নেন পাভেল ছোট বেলা থেকেই অবহেলিত শিশুদের ভালোবাসতেন এবং সে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের নিয়ে কাজ করে আসছেন।

সেভ দ্যা চিলড্রেন, জাতীয় শিশু ট্রাস্ক ফোর্স পাবনা, চাইন্ড র্পারামেন্ট, ইয়ুথ পার্লামেন্ট এবং ইয়ুখ এগিস্ট হার্ঙ্গার এর সাথে কাজ করে আসছেন এবং পাভেল ঢাকাতে এসে উওরাতে অবহেলিত পথশিশুদের পাশে সবসময় নিজেকে উজার করে দেওয়ার আপ্ররান চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময় ক্যাম্পইন করে শীতবস্র, নতুন জামা কাপর, অবহেলিত বাচ্চদের খাওয়ানো এবং পড়াশুনার সামগ্রী সংগ্রহ করে দিতেন তার সার্মথ্য অনুযায়ী।

সেই থেকে অবহেলিত পথ শিশুদেররা ও তাকে অনেক ভালোবাসেন দারে এবং উওরার প্রায় প্রতিটি পথ শিশুদের মুখে পাভেল নামটি শুনা য়ায়। কারন তার তাদের বিপদে আপদে সবসময় পাভেলকে কাজে পাই।শিশুরা অনুকরণ প্রিয় তাদের ভালবাসা দিলে ভালবাসাও পাওয়া যায়।হঠাৎ সেই শিশুরা শুনতে পারে রোজ মঙ্গলবার ১২ তারিখ পাভেলের ভাইয়ের জন্মদিন তারপর পথ শিশুরা সবাই একত্রিত হয়ে সবার সহযোগীতায় পাভেলের ভাইয়ের জন্মদিনের সারপ্রাইজ করার জন্য টাকা গোছানো শুরু করে এবং সর্বশেষ উওরা ৫ নং সেক্টর কল্যাণ সমিতিরর অফিস সহকারী মন্সুর এর সহযোগীতায় বেলুন কেক এবং জন্মদিনের অন্যান্য সামগ্রী সংগ্রহ করে।

এবং হঠাৎ সকালে পাভেলকে উত্তরা ৫ নং সেক্টর কল্যাণ সমিতি থেকে ফোন করা হয় এবং সেখানে পাভেলকে আসতে বলে।তখন পাভেল সেখানে যেয়ে দেখে মন্সুর ভাইয়ের সহযোগীতায় অবহেলিত পথ শিশুরা কেক নিয়ে বসে আসে।সেটা দেখে পাভেলের আবেগ আপ্লুত হয়ে যায় এবং তাদের সাথে কেক কাটেন।এবং এই বিষয়ে তার কাছে জানতে চাইলেন সে বলে আসলে ভালবাসা শুধু মাত্র বাবা মা,ভাই বোন,স্বামী স্ত্রী,প্রেমিক প্রেমিকার সীমাবদ্ধ নয় আমরা সবাই মানুষ ধনি গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালবাসা যায়।

আর ভালোবাসার মাদ্ধমেই সবার মন জয় করা জায়।আজকের শিশু রাই আগামি দিনের ভবিষ্বত হোক না তারা অবহেলিত /হোক না তারা পদ শিশু ভালোবাসা সবার জন্য সমান।

The post পথ শিশুদের ভালোবাসায় সিক্ত হলেন পাবনার “পাভেল” appeared first on sangbadbd.com.

]]>
24530
একটি বিয়েতে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম https://sangbadbd.com/archives/21284 Tue, 14 Nov 2017 06:12:15 +0000 http://sangbadbd.com/?p=21284 একটি সাধারণ বিয়েতে অসাধারণ মানুষের উপস্থিতি বিয়ের মহিমাকেই লক্ষ গুণ উজ্জ্বল করে তুলেছিল। যখন নির্বাসনে ছিলাম তখন দিল্লির জে-১৮৮১ চিত্তরঞ্জন পার্কের এ সি সেনের বাড়িতে থাকতাম। প্রায় ১২ বছর সেই বাড়ি নিজের বাড়ির মতোই ব্যবহার করেছি। বাংলাদেশের খুব কম নেতা-কর্মী ছিলেন যারা সে বাড়িতে যাননি, দু-এক বেলা খাননি। এমনকি প্রিয় বোন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও …

The post একটি বিয়েতে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম appeared first on sangbadbd.com.

]]>
একটি সাধারণ বিয়েতে অসাধারণ মানুষের উপস্থিতি বিয়ের মহিমাকেই লক্ষ গুণ উজ্জ্বল করে তুলেছিল। যখন নির্বাসনে ছিলাম তখন দিল্লির জে-১৮৮১ চিত্তরঞ্জন পার্কের এ সি সেনের বাড়িতে থাকতাম।

প্রায় ১২ বছর সেই বাড়ি নিজের বাড়ির মতোই ব্যবহার করেছি। বাংলাদেশের খুব কম নেতা-কর্মী ছিলেন যারা সে বাড়িতে যাননি, দু-এক বেলা খাননি। এমনকি প্রিয় বোন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বামী-সন্তানসহ দু-এক বার খেয়েছেন। সেই বাড়ির ভাইস্তা-ভাস্তির এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম। গিয়ে দেখি ভারতের মহীয়সী নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উপস্থিত। তার থেকে তিন-চার টেবিল দূরে বসেছিলাম। খানিক পর প্রধানমন্ত্রীর এক কর্মকর্তা এসে বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তার টেবিলে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ’ গিয়ে বসতেই ইন্দিরাজি বললেন, ‘টাইগার! তুমি এখানে?’ বললাম, আমার তো একই প্রশ্ন, আপনি এখানে? ইন্দিরাজি বললেন, ‘আমার অফিসের এক কর্মচারীর মেয়ের বিয়ে। মেয়েটি রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে পড়ে। তাই এসেছি। মেয়েটির বিয়েতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এটা হয়তো ওদের সারা জীবনের গৌরব হয়ে থাকবে। তাই এসেছি। কিন্তু তুমি কীভাবে এলে?’ বলেছিলাম, আমি চিত্তরঞ্জন পার্কের যে বাড়িতে থাকি তার ছেলেমেয়েও রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে পড়ে। সেই সুবাদে যার বিয়ে সে ওদের সহপাঠী বা সহপাঠিনী। তাই এসেছি। ইন্দিরাজি খুব খুশি হয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কার বান্ধবী এবং তার অফিসের সাধারণ এক কর্মচারীর মেয়ের বিয়েতে উপস্থিত হয়ে। আমি খুশি হয়েছিলাম তার চিন্তা-চেতনার কথা ভেবে।

সে রকমই এক বিয়েতে ১০ নভেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ ক্লাবে গিয়েছিলাম। মোস্তফার ছেলে মাহমুদুল কামাল রবিনের সঙ্গে ইতি রহমান মিমের বিয়ের দাওয়াতে। মোস্তফার বড় ভাই আবুল হোসেনের সঙ্গে প্রায় ২৫-৩০ বছরের পরিচয়, সেই সুবাদে মোস্তফার সঙ্গেও। তারা স্পিডবোটের ব্যবসা করে। বড় ভাই আবুল হোসেনের সঙ্গেই মোস্তফা ব্যবসায় হাত পাকিয়েছে। এখন আবুল হোসেনের চেয়ে অনেক বড় ব্যবসায়ী। আর মোস্তফার ছেলে মাহমুদুল কামাল রবিন বেশ সুদর্শন এবং ভালো লেখাপড়া করেছে। শরীর ভালো না, তাই বিয়েতে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। কিন্তু তবু বাড়ি এসে দাওয়াত করায় একটা দায়বদ্ধতায় পড়েছিলাম। তাই গিয়েছিলাম। রাস্তায় ছিল প্রচণ্ড যানজট। মোহাম্মদপুর থেকে প্রায় দুই ঘণ্টা লাগে নারায়ণগঞ্জ ক্লাবে পৌঁছতে। আমি খুব একটা কোনো ক্লাবে যাই না, তেমন চিনিও না। গুলশান ক্লাবে গেছি দু-তিন বার। প্রথমবার গিয়েছিলাম ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের আমন্ত্রণে তার ভরতনাট্যম নিয়ে ঢাকায় এসেছিলেন। প্রণবদা তখন খুব সম্ভবত ভারতের দেশরক্ষা মন্ত্রী। দিদি শুভ্রা মুখার্জি সেবার মোহাম্মদপুরের বাড়ি এসেছিলেন। এসেই রান্নাঘরে ঢুকে ইলিশ ভাজা খেয়ে অভিভূত হয়েছিলেন। তারপর আজীবন তিনি আমার স্ত্রীর ইলিশ ভাজার প্রশংসা করেছেন। ঢাকা ক্লাবে গিয়েছি বড়জোর দুবার। একবার স্বাধীনতার পরপর আর একবার এই তিন-চার বছর আগে কংগ্রেস নেতা সোমেন মিত্রের সঙ্গে কথা বলতে। তাই ক্লাব সম্পর্কে তেমন ধারণা নেই। গেটে নেমেই শুনলাম রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ আসছেন। সেজন্য পুলিশের তৎপরতা একটু বেশি। দাওয়াতি ছিল উপচেপড়া। আমাদের বসার জায়গা ছিল তিন তলায় বিশেষ রুমে। এখন খুব একটা তেতলায় উঠি না। দোতলায় বাস করি তাই দোতলা পর্যন্তই অভ্যাস। তবু মারাত্মক ভিড় ঠেলে তেতলায় গিয়ে বসেছিলাম। বহুদিনের সোনার ব্যবসায়ী মিলন করকে দেখে অবাক হয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, কোন পক্ষ— বর না কনে? মনে হলো উভয় পক্ষ। দাওয়াতিরা মূল চেয়ারে বসার জন্য জোরাজুরি করছিলেন। আমি জানতাম রাষ্ট্রপতির স্ত্রী আসছেন। চেয়ারটা তার জন্যই থাকা উচিত। শত জোরাজুরির পরও পাশের চেয়ারে বসেছিলাম। কত আর হবে ১০-১২ মিনিট পর তিনি এলেন। তার শরীর-স্বাস্থ্যের যে অবস্থা তাতে তেতলায় উঠতে অবশ্যই কষ্ট হয়েছে। কিন্তু তবু হাসিমুখে উঠেছিলেন। আমাকে দেখেই বললেন, ‘ভাই আপনি?’ আমিও জিজ্ঞাসা করেছিলাম, আপনি যেভাবে যে কারণে আমিও অনেকটাই সেই একই কারণে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাটি অঞ্চলের মানুষ। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম বর্ষাকালে শুধু পানি আর পানি। ২০-৫০ মাইল শুধু পানি আর পানি। বাড়িঘরগুলো শুধু একটু জেগে থাকে। জলযান ছাড়া চলাফেরার কোনো পথ নেই। সামর্থ্যবান এবং রাজনীতিবিদদের সবার জলযানের দরকার। শ্যালো ও স্পিডবোট দুই-ই তাদের থাকে। রাষ্ট্রপতির সঙ্গে স্পিডবোটের কারণেই পরিচয়, আমার সঙ্গেও অনেকটা তেমনই। তবে আমি ওদের আপনজনের মতোই মনে করি। এখন স্পিডবোটের সম্পর্কটা আর প্রথম পর্যায়ে নেই, জিনিসটা দ্বিতীয় পর্যায়ে চলে গেছে। রাষ্ট্রপতির স্ত্রী মূল চেয়ারে, আমি ডানপাশে, নারায়ণগঞ্জের এসপি বামপাশে, তারপর সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক ডিআইজি। রাষ্ট্রপতির স্ত্রীর পেছনে ছিল তিন মহিলা পুলিশ। তার একজন আবার আমার টাঙ্গাইল ভূঞাপুরের গোবিন্দাসীর মেয়ে। দাঁড়িয়ে না থেকে তাদের খেতে বলেছিলাম। আমার কথা তারা শোনেনি। ডিআইজি বলেছিলেন তার কথাও না। এমনকি ফার্স্ট লেডি বলার পরও তারা খাবারে অংশগ্রহণ করেনি।

রাষ্ট্রপতির স্ত্রীর মর্যাদা রাষ্ট্রপতির সমান। ইংরেজিতে তিনি ফার্স্ট লেডি, মহিলাদের প্রধান। এক অর্থে দেশের মহিলাপ্রধান। কিন্তু আমি বিস্মিত হয়েছি এসপি র্যাংকের একজন পুলিশ অফিসার সামাজিক দাওয়াতে ফার্স্ট লেডির একেবারে পাশের সিটে বসায়। পৃথিবীর অন্য কোনো দেশে সরকারি কর্মচারীরা অত বড় পদাধিকারীর পাশে কখনো বসেন কিনা আমার জানা নেই। বিশেষ করে কোনো শৃঙ্খলাবাহিনীর সদস্য রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির স্ত্রীর পাশে বসা কল্পনাতীত। জানি না, আমাদের দেশে কেন এমন হয়, সরকারি কর্মচারী-কর্মকর্তারা কেন নিজেদের এত ক্ষমতাবান ভাবেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদকে খুব বেশি কাছ থেকে দেখিনি। কিন্তু তিনি আর দশজন রাজনৈতিক নেতার স্ত্রীর মতোই। যখন আবদুল হামিদ রাষ্ট্রপতি ছিলেন না, তখনো তাকে দেখেছি তেমন খুব একটা পরিবর্তন হননি। আমাদের মতোই আছেন। আমার স্ত্রী, ছেলেমেয়ে কেমন আছে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করছিলেন। একসময় বলেছিলাম, আমরা চলে যাওয়ার পর একজন আরেকজনকে আর খুব একটা জিজ্ঞাসা করবে না, খোঁজখবর করবে না। সবাই চলবে যার যার মতো। আমি অনেক বছর মাংস খাই না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ২৮ বছর মাংস খাওয়া দূরের কথা মাংসের পাত্রও স্পর্শ করিনি। এখন দু-এক বার মাংস যে মুখে দিই না তা নয়, তবে এখন আর মাংস ভালো লাগে না। তাই নারায়ণগঞ্জ ক্লাবের কাচ্চি বিরিয়ানি খাওয়া হয়নি। তারা ভাতের ব্যবস্থা করতে ছোটাছুটি করছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে মোস্তফা ও আবুল হোসেনের আন্তরিকতা আমায় মুগ্ধ করেছে। দোয়া করেছি মাহমুদুল কামাল রবিন এবং ইতি রহমান মিমের নতুন জীবন সুখ-শান্তি ও নিরাপদ হোক।

বর্তমানে রাজনীতির সব থেকে তাজা খবর জাসদের হাসানুল হক ইনু বলেছেন, তারা না থাকলে হাজার বছরেও আওয়ামী লীগ ক্ষমতার কাছে যেতে পারবে না। রাস্তায় ভেউ ভেউ করতে হবে। জানি না তার কথা কতটা যথার্থ। তবে অনেকেই মনে করেন আওয়ামী লীগের ছায়ায় না থাকলে জীবনে কখনো হাসানুল হক ইনু সংসদের কপাট দেখতেন না। তাই এ নিয়ে আমাদের মাথাব্যথার কারণ নেই। সময়ই আসলটা নিরূপণ করবে। সময় বড় নিয়ামক শক্তি, সময়ের চেয়ে শক্তিশালী কিছু নেই।

একই রকম আলোচনা প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ নিয়ে। কেউ বলছেন বোঝা দূর হলো, কেউ বলছেন এটা খুবই খারাপ নজির। কারও কথাই মিথ্যা নয়। যাদের কাছে প্রধান বিচারপতি বোঝা ছিলেন তাদের বোঝা কমেছে এটা তো অবশ্যই সত্য। আবার এও সত্য বাংলাদেশে কোনো প্রধান বিচারপতি কখনো পদত্যাগ করেননি, কোনো প্রধান বিচারপতিকে নিয়ে এত তর্ক-বিতর্কও হয়নি। আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কেউ কখনো প্রধান বিচারপতি হননি। বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তীতে অনেক দিন আলোচিত হবে এবং আপন গতিতে ইতিহাসের পাতায় যার যার স্থান করে নেবে।

দেশে স্বতঃস্ফূর্ত রাজনৈতিক আবহাওয়া বিরাজ করছে না। সব জায়গাতেই একটা টানাপড়েন লেগেই আছে। প্রায় বছর দুই পর প্রধান বিরোধী দল বিএনপি রাজধানী শহরে প্রকাশ্য জনসভা করার সুযোগ পেয়েছে। নানা প্রতিবন্ধকতার পরও সভায় যথেষ্ট লোকসমাগম হয়েছে। যে কোনো কারণেই হোক চ্যানেলগুলো সরাসরি প্রচার করেনি। রাস্তাঘাটে পর্যাপ্ত গাড়ি-ঘোড়া ছিল না। তার পরও লোকসমাগম নেহায়েত ফেলে দেওয়ার মতো নয়। বরং উল্লেখ করার মতোই হয়েছে। বিরোধী দলের নেত্রী প্রায় এক ঘণ্টা বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের লোকজন খুশি না হলেও বিএনপির লোকজনের মনোবল বৃদ্ধি পেয়েছে। এখন দেখার কথা ভবিষ্যতে কী হয়। বিএনপি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না, সরকার বলছে সংবিধানের বাইরে যাওয়ার কোনো পথ নেই। আর বিএনপি দেশের মানুষের কাছে প্রধান বিরোধী দল হলেও সরকার কোনোভাবেই তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে না এ ব্যাপারে তারা পণ করে আছে।

তাই সমাধান কোন পথে আসবে তা দেশবাসীর কাছে এখনো পরিষ্কার নয়। কোনো জিনিস নিয়ে মানুষের স্পষ্ট ধারণা না থাকলে যে অশান্তি এবং অস্বস্তিতে থাকতে হয় দেশের মানুষ তেমনটাই আছে। ওদিকে রোহিঙ্গা ইস্যুতেও তেমন উন্নতি নেই। বরং অনেকটাই পিছিয়ে পড়েছি। রোহিঙ্গা ইস্যু দীর্ঘস্থায়ী হলে কোনোক্রমেই আমাদের মঙ্গল হবে না, অমঙ্গল হবে অনেক বেশি। তাই রোহিঙ্গাদের ব্যাপারে যে যাই বলুক জাতীয় ঐক্যের বিকল্প নেই।

The post একটি বিয়েতে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম appeared first on sangbadbd.com.

]]>
21284
বেঁচে যাওয়া ব্যবসায়ী হাফিজের বর্ণনায় নরসিংদীর সড়ক দুর্ঘটনা https://sangbadbd.com/archives/20085 Wed, 01 Nov 2017 07:20:46 +0000 http://sangbadbd.com/?p=20085 সিলেট ব্যুরো: নরসিংদীর মাধবদীর কান্দাইলে সোমবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফেরার পথে নিহত হন বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী খায়রুল বাশার খান (৩৪), রেজাউল করিম (৩২), জুবের আহমদ (৩২), বুরহান উদ্দিন ইকবাল (৩১), বাবুল হোসেন (৩০) ও গাড়ি চালক বাবুল আহমদ (৩১)। এতে আহত হন মাইক্রোবাসের অপর যাত্রী ব্যবসায়ী হাফিজ উদ্দিন ও দেলোয়ার …

The post বেঁচে যাওয়া ব্যবসায়ী হাফিজের বর্ণনায় নরসিংদীর সড়ক দুর্ঘটনা appeared first on sangbadbd.com.

]]>
সিলেট ব্যুরো: নরসিংদীর মাধবদীর কান্দাইলে সোমবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফেরার পথে নিহত হন বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী খায়রুল বাশার খান (৩৪), রেজাউল করিম (৩২), জুবের আহমদ (৩২), বুরহান উদ্দিন ইকবাল (৩১), বাবুল হোসেন (৩০) ও গাড়ি চালক বাবুল আহমদ (৩১)।
এতে আহত হন মাইক্রোবাসের অপর যাত্রী ব্যবসায়ী হাফিজ উদ্দিন ও দেলোয়ার হোসেন। বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া ব্যবসায়ী হাফিজ উদ্দিন ঘটনার বিবরণ দিয়েছেন এভাবে, ‘গত কয়েকদিন পূর্বে আমরা কয়েকজন ব্যবসায়ী পরামর্শ করে সিদ্ধান্ত নেই কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের দেখতে যাবো। রাজিও হন অনেকে। সে মোতাবেক আমরা জামান প্লাজার কয়েকজন ব্যবসায়ী ৩ দিন আগে বিয়ানীবাজার থেকে একটি গাড়ি রিজার্ভ করে কক্সবাজারের উখিয়ায় গিয়ে রোহিঙ্গাদের মধ্যে প্রায় লক্ষাধিক টাকার কম্বল বিতরণ করি। একসাথে আমরা আট জন। মানবতার ডাকে সাড়া দিয়ে যেতে যেতে আমরা দারুণ উপভোগ করেছি সময়টা।

রবিবার রাত ১১টার দিকে আমরা কক্সবাজার থেকে রওয়ানা হই। এসময় আমাদের সফর সঙ্গী ব্যবসায়ী জসিম উদ্দিন সেখানে থেকে যাওয়ায় বাবুল হোসেন নামের আমাদের এক ছোট ভাই আমাদের সাথে আসে।
যদিও সে গিয়েছিলো রোটারেক্ট ক্লাবের অনুষ্ঠানে আরো তিন জনের সাথে। কিন্তু আসার সময় সে আমাদের সাথে আসে। নরসিংদীতে আসার পূর্বে রাত ৪ টার দিকে আমরা গাড়ি থামিয়ে সকলে চা পান করি।

আমি ছিলাম ড্রাইভারের ঠিক পাশের সিটে আর দেলোয়ার ছিলো আমার ঠিক পিছনের সিটে। এভাবে আমরা আসছিলাম। রাত পেরিয়ে যখন ভোর তখন আমাদের মাইক্রো মাধবদীর কান্দাইলে বাসস্ট্যান্ড অতিক্রম করছে। হঠাৎ বিপরীত দিক থেকে দেখলাম একটি বাস আসলো। মুহূর্তেই আমার চোখের সামনেই মারা গেলো জুবের,
ইকবাল, খয়ের ভাই ও ড্রাইভার বাবুল। আমি আর দেলোয়ার বেঁচে গেলাম সবার দোয়ায়। আর হাসপাতালে নেয়ার পর করিম ও বাবুল মারা যায়। ‘

The post বেঁচে যাওয়া ব্যবসায়ী হাফিজের বর্ণনায় নরসিংদীর সড়ক দুর্ঘটনা appeared first on sangbadbd.com.

]]>
20085
এই রায়ে আমি খুশি : নজরুলের স্ত্রী সেলিনা https://sangbadbd.com/archives/14019 Tue, 22 Aug 2017 11:12:58 +0000 http://sangbadbd.com/?p=14019 অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার হাইকোর্টের রায়ে ১১ জনের সাজা কমলেও সন্তোষ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। মঙ্গলবার বিকালে বিচারপতি ভবানী প্রসাদ সিং ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। এদিন, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ জনের …

The post এই রায়ে আমি খুশি : নজরুলের স্ত্রী সেলিনা appeared first on sangbadbd.com.

]]>
অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার হাইকোর্টের রায়ে ১১ জনের সাজা কমলেও সন্তোষ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

মঙ্গলবার বিকালে বিচারপতি ভবানী প্রসাদ সিং ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।

এদিন, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ জনের মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, মাসুদ রানাসহ ১৫ আসামির ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সেলিনা ইসলাম বলেন, এই রায়ে আমি খুশি। আদালতের প্রতি আমার আগেও আস্থা ছিল, এখনও সেই আস্থা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ। পরদিন মেলে আরেকটি লাশ। নিহত অন্যরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

ঘটনার একদিন পর কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে নূর হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

The post এই রায়ে আমি খুশি : নজরুলের স্ত্রী সেলিনা appeared first on sangbadbd.com.

]]>
14019
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত পাক রাষ্ট্রদূতের https://sangbadbd.com/archives/11767 Sun, 30 Jul 2017 10:08:26 +0000 http://sangbadbd.com/?p=11767 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী ও পাকিস্তানের রাষ্ট্রদূত পরস্পরের সাথে কুশল বিনিময় করেন। পরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

The post প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত পাক রাষ্ট্রদূতের appeared first on sangbadbd.com.

]]>
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী ও পাকিস্তানের রাষ্ট্রদূত পরস্পরের সাথে কুশল বিনিময় করেন। পরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

The post প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত পাক রাষ্ট্রদূতের appeared first on sangbadbd.com.

]]>
11767
রাজনীতি করি জনগণের খেদমত করার জন্য : মীর আব্দুস সবুর আসুদ https://sangbadbd.com/archives/2684 Thu, 23 Mar 2017 07:58:37 +0000 http://sangbadbd.com/?p=2684 জাতীয় পার্টির সুখ-দু:খের সাথী মীর আব্দুস সবুর আসুদ। ঢাকার সন্তান। বাবা ছিলেন সরকারী উর্দ্ধতন কর্মকর্তা। কখনো সরাসরি রাজনীতিতে নাম লেখাবেন এমনটি ভাবেননি। কিন্তু কৈশোর থেকেই মানুষের জন্য কিছু করতে মন চাইতো। ছোটবেলা থেকেই ছিলেন দুরন্ত ডানপীঠে। খেলাধুলার প্রতি ঝোঁক ছিল প্রচন্ড। সে সুবাদে ফুটবল নিয়ে পড়ে থাকতেন মাঠে। স্কুল জীবনেই জড়িয়ে পড়েন ক্রীড়া সংগঠনের সাথে। …

The post রাজনীতি করি জনগণের খেদমত করার জন্য : মীর আব্দুস সবুর আসুদ appeared first on sangbadbd.com.

]]>
জাতীয় পার্টির সুখ-দু:খের সাথী মীর আব্দুস সবুর আসুদ। ঢাকার সন্তান। বাবা ছিলেন সরকারী উর্দ্ধতন কর্মকর্তা। কখনো সরাসরি রাজনীতিতে নাম লেখাবেন এমনটি ভাবেননি। কিন্তু কৈশোর থেকেই মানুষের জন্য কিছু করতে মন চাইতো। ছোটবেলা থেকেই ছিলেন দুরন্ত ডানপীঠে। খেলাধুলার প্রতি ঝোঁক ছিল প্রচন্ড। সে সুবাদে ফুটবল নিয়ে পড়ে থাকতেন মাঠে। স্কুল জীবনেই জড়িয়ে পড়েন ক্রীড়া সংগঠনের সাথে। ভাল ফুটবলার হিসেবেও নাম ছড়িয়ে পড়ে ঢাকার আশপাশ এলাকায়। খেলেছেন প্রথম বিভাগ ফুটবলে। ধানমন্ডি ক্রীড়া চক্র, ব্রার্দাস ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদের জাতীয় দলে খেলেছেন দাপটের সাথে। কিন্তু খেলাধুলায় বেশিদিন মন ডুবিয়ে রাখতে পারেননি। মানুষের জন্য কিছু করার তাগিদেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহনের পর যে রাজনৈতিক দল গঠন করলেন সরাসরি যুক্ত হলেন সে দলের সাথে। সে থেকে আজ অবধি আছেন এরশাদের সাথে। জাতীয় পার্টির ভাঙ্গাগড়ার খেলায় কখনো আর্দশচ্যুত হননি তিনি। তবে এর স্বীকৃতিও পেয়েছেন তিনি। বর্তমানে মীর আব্দুস সবুর আসুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। এছাড়া জাতীয় ক্রীড়া সংহতির তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। একান্ত আলাপচারিতায় মীর আব্দুস সবুর আসুদ খুলে বললেন তার রাজনৈতিক পিপাসার কথা। তিনি জানান, তার প্রথম এবং শেষ ভালবাসা সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। যতদিন বাঁচবেন তিনি জাতীয় পার্টির রাজনীতিই করবেন। রাজনীতিকে তিনি ধর্মীয় গ্রন্থের মত মনে করেন। ধর্ম থেকে যেমন বিচ্যুত হওয়া যায়না ঠিক তেমনি রাজনৈতিক আর্দশ থেকে বিচ্যুত হওয়াটা তার কাছে ঈমানহারা মানুষের মত। মীর আব্দুস সবুর আসুদ মনে করেন, রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা, জনগণের জন্য কিছু করা। রাজনীতির মাধ্যমে বর্তমানে সেটাই তিনি করছেন। রাজনীতিই তার মূল পেশা। পাশাপাশি ঠিকাদারী ব্যবসার সাথে যুক্ত। তবে দিন-রাত এলাকার মানুষের সুখ-দু:খ নিয়েই ভাবেন বেশি। এলাকার সামাজিক কর্মকান্ডের সাথেও ওত:প্রোতভাবে জড়িত। যাত্রাবাড়ি-সায়েদাবাদ-ডেমরার কৃতি সন্তান মীর আব্দুস সবুর আসুদ। যত ভাবনা ঐ এলাকার মানুষদের নিয়ে। বেশির ভাগ সময় কাটান এলাকার মানুষের সাথে। জাতীয় পার্টির শাসনামলে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করিয়েছেন। সৎ এবং সজ্জন হিসেবেও এলাকায় বিস্তর সুনাম রয়েছে তার। (যাত্রাবাড়ি-ডেমরা-কদমতলী) এলাকার একাংশ নিয়ে ঢাকা-৫ তাঁর নির্বাচনী এলাকা। এলাকায় জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান মজবুত করেছেন। প্রতিটি ওর্য়াডেই রয়েছে জাতীয় পার্টির কমিটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্ধিতার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন অনেক আগ থেকেই। চড়ে বেড়াচ্ছেন এলাকার সর্বত্র। প্রতিদিনই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেছেন। নিজ অবস্থান থেকে সব্বোর্চ সহায়তার চেষ্টা করছেন মানুষের জন্য। একান্ত আলাপচারিতায় মীর আব্দুস সবুর আসুদ জানান তার স্বপ্নের কথা। নির্বাচনী এলাকার মানুষকে তিনি মন-প্রাণ দিয়ে ভালবাসেন। তার প্রয়াত বাবার্ পদাংক অনুসরন করেই তিনি মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখতে চান। নিজের ইচ্ছা পুরনের অভিলাষ নিয়ে তিনি রাজনীতির মাঠে নামেননি। তার বক্তব্য সোজাসাফটা, যদি মানুষের কল্যানে কিছু করতে পারি সেটাই তার স্বার্থকতা। মানব সেবার ব্রত নিয়েই তিনি এলাকার মানুষের জন্য কিছু করতে চান। জাতীয় পার্টির রাজনীতি প্রসঙ্গে মীর আব্দুস সবুর আসুদ জানান, জাতীয় পার্টি বলতে তিনি পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদকেই বুঝেন। মূলত: এরশাদের কারণেই জাতীয় পার্টির রাজনীতির সাথে আজ অবধি যুক্ত রয়েছেন। যতদিন বেঁচে থাকবেন জাতীয় পার্টির রাজনীতিই করবেন। তবে বর্তমান রাজনৈতিক বিভক্তি নিয়ে তার বক্তব্য ভিন্ন। তিনি জানান, স্বার্থ হাসিলের রাজনীতি যারা করেন মূলত: তারাই রাজনীতির বিভক্তি তৈরী করেন। স্বার্থের রাজনীতির প্রতি ঘৃনা প্রকাশ করেন জাতীয় পার্টির তরুন এ প্রেসিডিয়াম সদস্য। আগামী নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে মীর আব্দুস সবুর আসুদ বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে সে নির্বাচন বর্হিবিশ্বে আমাদের ভাবমুর্তি বাড়াবে। হানাহানি ও বিবাদের রাজনীতি পরিহার করে সব রাজনৈতিক দলকে জনকল্যানে রাজনীতি করার আহ্বান জানান মীর আব্দুস সবুর আসুদ। (সাক্ষাৎকার নিয়েছেন সংবাদ বিডি ডটকমের প্রধান সম্পাদক ওয়াহিদ মিল্টন

The post রাজনীতি করি জনগণের খেদমত করার জন্য : মীর আব্দুস সবুর আসুদ appeared first on sangbadbd.com.

]]>
2684