হঠাৎ বিপদে পড়লে মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন

কোনো ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে আর কোনো কিছু তাকে কোনো ধরণের ক্ষতি করবে এমনটি হতেরে না ।

আমরা জীবনে চলার পথে অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে থাকি।

চলার পথে যখন বিপদের সম্মুখিত হই, তখনই আমাদের বিশেষ একটি দোয়া পড়তে মহানবী (সা.) বিশেষ তাগিদ দিয়েছেন।

আমাদের প্রিয় নবী হযরত মহানবী (সা.) বলেছেন, কোনো ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে আর কোনো

কিছু তাকে কোনো ধরণের ক্ষতি করবে এমনটি হতে পারে না ।

অন্য এক বর্ণনায় আছে: সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না।

আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না।

[আবু দাউদ:৫০৯০,তিরমিজি: ৩৩৮৮,ইবনে মাজাহ:৩৮৬৯] আরবি দোআ : একবার
بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

বাংলা উচ্চারণ :
বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মা ইসমিহি শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি। ওয়াহুয়াস সামিউল আলিম।

বাংলা অর্থ :
(আমি আমার দিন বা রাতের সুচনা করছি) ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরণের ক্ষতি

করতে পারে না।

Check Also

আজ পবিত্র শবে মেরাজ

আজ রোববার (২২ মার্চ) দিবাগত রাত পবিত্র শবে মেরাজ। আল্লাহর অশেষ অনুগ্রহে এই মহিমান্বিত রাতে …