কে কোথায় ঈদ করছেন

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ব্যস্ত সবাই। এর বাইরে নয় রাজনীতিক ও ভিআইপি ব্যক্তিরাও। আসন্ন ঈদকে সামনে রেখে আওয়ামী লীগ, জাপা ও বিএনপির নেতারা ইতোমধ্যে নিজেদের শিডিউল চূড়ান্ত করে নিয়েছেন।

তাদের কেউ ঢাকায় আবার কেউ বা নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। আবার যারা ঈদের দিন এলাকায় থাকতে পারবেন না, তারা ঈদের আগে-পরে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তবে বাজেট অধিবেশনের কারণে অধিকাংশ সংসদ সদস্য এবার ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ, জাপা ও বিএনপি নেতাসহ তাদের ব্যক্তিগত সহকারী ও ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার অনেক নেতাই ঈদ করবেন রাজধানীতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের ঢাকায় না নিজ এলাকায় ঈদ পালন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, গতবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ পালন করলেও এবার ঢাকায় ঈদ পালন করতে পারেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ তার নির্বাচনী এলাকা ভোলায় ঈদ করবেন। এরপর তিনি ঢাকায় ফিরবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঈদ করবেন রাজধানীর ইস্কাটনের বাসায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ঢাকায় ঈদ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকায়, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরে ঈদ করবেন। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে ঈদ পালন করবেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ঢাকায় ঈদ পালন করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও ঢাকায় ঈদ পালন করবেন। এছাড়া বাজেট অধিবেশনের কারণে দলটির অধিকাংশ সংসদ সদস্য এবার ঢাকায় ঈদ পালন করতে যাচ্ছেন।

বিএনপি সূত্র জানায়, ঈদের দিন রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন দুপুর ১২টায় কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আর দলটির মহাসচিব এবার ঈদ উদযাপন করছেন অস্ট্রেলিয়ায় বড় মেয়ে মির্জা সামারুর সঙ্গে। আর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ঢাকায় ঈদ উদযাপন করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, লে. জে. (অব) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাস।

আর স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম যশোরে ও আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকা চট্টগ্রামে এবং সালাহ উদ্দিন আহমেদ ঈদ করবেন ভারতে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে ঢাকায় ঈদ করছেন শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে, মো. শাজাহান নোয়াখালীতে এবং শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুও ঈদ করছেন দেশের বাইরে।

চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে আবুল খায়ের ভূঁইয়া ও আবদুস সালাম ঢাকায় থাকলেও জয়নুল আবদিন ফারুক ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে। আর চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মাগুরায়, খন্দকার মোক্তাদির হোসেন সিলেটে এবং আমান উল্লাহ আমান ঢাকার কেরানীগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন নেতাকর্মীদের সঙ্গে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …