অভিভাবক ঐক্য ফোরামের জরিপ মতে, একজন শিক্ষার্থীর মোট খরচের ৭০ ভাগ টাকাই ব্যয় করতে হচ্ছে কেবল কোচিং সেন্টারগুলোর পেছনে। অভিভাবকরা বলছেন, স্কুলগুলোর স্বেচ্ছাচারিতার কারণে এই খরচ দিন দিন বেড়েই চলেছে।
একদিকে স্কুলের বেতনভাতাসহ অন্যান্য ফি বছর বছর বাড়ছে। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য মোটা অংকের টাকা খরচ করতে হচ্ছে কোচিং সেন্টারে। এছাড়া শিক্ষার উপকরণ তো আছেই। সব মিলিয়ে লেখাপড়ার খরচ অভিভাবকের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
অভিভাবক ঐক্য ফোরোমের জরিপ অনুযায়ী, প্রাইমারিতে একজন শিক্ষার্থীর খরচ গড়ে ৮ হাজার টাকা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর গড় ব্যয় ১৫ হাজার টাকা। আর নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীরা খরচ করে ২০ হাজার টাকা।
অভিভাবকের মন্তব্য, স্কুলে মানসম্মত শিক্ষা না দেয়ায় কোচিংয়ের ওপর ভরসা করতে হচ্ছে। এতে পড়াশোনার খরচ বাড়ছে মানসিক চাপে পড়ছে শিক্ষার্থীরা।
রামরাম বুলির মতো শিক্ষা অধিদপ্তরের মুখে সেই পুরোনো কথা, কোচিং বাণিজ্য ঠেকাতে কাজ করে যাচ্ছে সরকার। অধিদপ্তর বলছে, লেখাপড়ার খরচ কমাতে হলে অভিভাবককে প্রতিযোগিতার মানসিকতা পরিবর্তন করতে হবে। ইনডিপেন্ডেন্ট টিভি
Check Also
কাল থেকে এসএসসি, ফেসবুক-মোবাইল লেনদেনে ‘নজরদারি শুরু’
সংবাদবিডি ডেস্ক : আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা …