বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধ

দুটি উড়োজাহাজ বিকল হওয়ায় বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ সব ধরনের ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। বুধবার বাংলাদেশ বিমানের বিপনন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ফলে বুধবার চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশালসহ ৭টি রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে। একই কারণে গতকালও দুটি ফ্লাইট বাতিল করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ দু’টি সচল করে বৃহস্পতিবার রাতের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট স্বাভাবিক করা হবে। তবে যেসব যাত্রী আগাম টিকেট কেটেছেন, তাদের বিষয়ে এখনো কিছু জানায়নি বিমান কর্তৃপক্ষ

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …