চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বাসে করে ছুটি কাটাতে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ১১ জন শিক্ষানবিস সেনা সদস্য আহত হয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহত ১১ জন সেনা সদস্যেরও নাম জানা যায়নি।
মির্জাপুরের সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, ভোর ৫টার দিকে যমুনামুখী যাত্রীবাহী একটি বাস একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজর নিহত হন। এঘটনায় আহত হয় ১১ জন সেনাসদস্য।