আবহাওয়া ভাল থাকবে পাপুয়ায়, সকালেই উদ্ধার হতে পারেন মুসারা

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের কারস্টেনজ পিরামিড অভিযান শেষে ফেরার পথে ভারতের দুই অভিযাত্রীসহ বেইজ ক্যাম্পে আটকা পড়েছেন। বাজে আবহাওয়ার কারণে গত চারদিন ধরে তারা সেখানে আটকে আছেন। এরইমধ্যে তাদের সঙ্গে থাকা খাবার ফুরিয়ে গেছে। আগের অভিযাত্রীদের ফেলে আসা কিছু খাবারের সন্ধান তারা পেয়েছেন। সেগুলো খেয়েই জীবনধারণ করছেন তারা।

মুসার সঙ্গে এই অভিযানে ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখরও রয়েছেন।

রোববার রাত সোয়া দশটায় মুসা ইব্রাহিমের বোন নূর আয়েশা মনি  জানান, আবহাওয়ার পূর্বাভাষে জানা গেছে সেখানে (পাপুয়া প্রদেশে) সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আবহাওয়া ভাল থাকবে। আশা করা যাচ্ছে এ সময়ের মধ্যেই তাদেরকে উদ্ধারের জন্য হেলিকপ্টার সেখানে পাঠানো সম্ভব হবে।

তিনি আরও জানান, রোববার মুাসাদের উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারটির সমন্বয়কের দায়িত্ব পালনকারী ফাঙ্কি সোমবারের অভিযানেও সমন্বয় করবেন।

এর আগে, রোববারও ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে মুসাদেরকে উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বেইজ ক্যাম্পে ল্যান্ড করতে পারেনি বলে রোববার বিকেলে জানিয়েছিলেন মুসার বোন নূর আয়েশা মনি।

মুসাদের উদ্ধারের ব্যাপারে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আজমল কবির গণমাধ্যমকে জানান, মুসা ইব্রাহিম এবং তার সহযোগী অভিযাত্রীরা আটকা পড়লেও এখন পর্যন্ত সুস্থ আছেন। স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রয়েছে।

রাষ্ট্রদূত জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটি উদ্ধারকারী হেলিকপ্টার আজ ফিরে এসেছে। আগামীকাল (সোমবার) সকালে আবহাওয়া অনুকূল থাকবে বলে আশা করা হচ্ছে এবং তখন আবার হেলিকপ্টার পাঠানো হবে।

সাত মহাদেশের সর্বোচ্চ সাত পর্বতশৃঙ্গ অভিযানের অংশ হিসাবে মুসা ইব্রাহিম অস্ট্রেলিয়া ও ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কারস্টেনজ পিরামিড অভিযানে অংশ নেন। মুসার এই অভিযানের পৃষ্ঠপোষক নীলসাগর গ্রুপ। ৪ হাজার ৪৮৪ মিটার (১৬ হাজার ২৩ ফুট) উচ্চতার এই পর্বতশৃঙ্গ অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘নীলসাগর গ্রুপ মাউন্ট কারস্টেনজ পিরামিড অভিযান’। অভিযানের আয়োজন করেছে এভারেস্ট একাডেমি ও নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২৫৭ মিটার উচ্চতায় কারস্টেনজের পিরামিডের বেইজ ক্যাম্পে আটকা পড়ে আছেন পর্বাতোরোহী মুসা ইব্রাহিম।

গত ২৯ মে ইন্দোনেশিয়ার বালি হয়ে পাপুয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মুসা ইব্রাহীম। বালিতে তার সঙ্গে যোগ দেন সত্যরূপ ও নন্দিতা। পরে পাপুয়ার নাবির থেকে শুরু হয় মূল অভিযান।

২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্টি এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আফ্রিকার সর্বোচ্চ মাউন্ট কিলিমানজারো, ২০১৩ সালের ২৬ জুন ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস, ২০১৪ সালের ২৩ জুন উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট ডেনালি জয় করেন। ২০১২ সালের ফেব্রয়ারিতে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট অ্যাকঙ্কাগুয়া অভিযানে আবহাওয়া খারাপ থাকায় ২১ হাজার ফুট উচ্চতা থেকে ফিরতে বাধ্য হয়েছিলেন মুসা।

Check Also

পাটুরিয়ায় ফেরি ডুবি, ১০ জনকে জীবিত উদ্ধার

সংবাদবিডি ডেস্ক ঃ বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট …