শ্রীলংকার উদ্দেশে রওয়ানা হলেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক।।

টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলংকার উদ্দেশ্যে মুশফিকুর রহীমের নেতৃত্বে ঢাকা ছেড়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। আজ সোমবার দুপুর ২টা ২০মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় মুশফিকবাহিনী। তিন ঘণ্টা ভ্রমন শেষে কলম্বোয় শ্রীলঙ্কা পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের। যদিও বিমান ছাড়ার কথা ছিল ২টা ৫মিনিটে। ১৫ মিনিট বিলম্বে আকাশে ওড়েন মুশফিকরা।

১৬ সদস্যের টেস্ট দলটির মধ্যে অবশ্য ১৩জন যাচ্ছেন এই বহরের সঙ্গে। বাকি তিন ক্রিকেটার, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ পিএসএল খেলার জন্য রয়েছেন আরব আমিরাতে। সেখান থেকেই তারা শ্রীলংকায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ৭ মার্চ। তার আগে রয়েছে একটি দুইদিনের প্রস্তুতিমূলক ম্যাচ। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সুভাশিস রায়, রুবেল হোসেন।

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …