মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

শাহাদাত হোসেন,মালয়েশিয়া থেকে : প্রবাসীদের কল্যানে গঠিত বৃহত্তর যশোর জেলা সমিতি মালয়েশিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাং-এর হোটেল সলিলের বলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর ও এর আশপাশের কয়েকটি জেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত এ সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন।

সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম মান্নার উপস্থাপনায় ও মুফতি মাওলানা রেজাউল ইসলামের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে শুরু হয় মুল অনুষ্ঠানে।

এসময় বক্তারা বলেন, বৃহত্তর যশোর জেলা সমিতি মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকের পাশে দাঁড়াতে চায়। প্রবাসে তাদের অভিভাবক হয়ে কাজ করতে চায় এ সমিতি। তাই সমিতি’র কর্মকাণ্ডের মাধ্যমে মালয়েশিয়াতে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এসময় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সৈয়দ জাকিরুল আলম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, শাহিন সর্দার, ইকবাল হোসেন সেলিম, মো: শামসুল হক প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, মিনারুল, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক শেখ আরিফুজ্জামান, কামরুজ্জামান, বিল্লাল মোল্লা, আবু সাইদ, গোলাম মোর্শেদ, ফারহানা বিনতে আলম, কনিকা ইসলামসহ মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাংবাদিকবৃন্দ, মালয়েশিয়াস্থ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা।

মোনাজাত ও দোয়ার মধ্যদিয়ে শেষ হওয়া অনুষ্ঠানে বিশ্বজুড়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশীদের জন্য দোয়া করা হয়।

Check Also

বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

সংবাদবিডি ডেস্ক : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য …