ডেস্ক রিপোর্ট :
উৎপাদনের পাশাপাশি বিদ্যুতের সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করতে চায় রাশিয়া। ছাড়া বাংলাদেশে জল ও তাপবিদ্যুতেও যৌথ বিনেয়োগে আগ্রহী দেশটি। এ বিষয়ে এরই মধ্যে সমঝোতা পাঠানো হয়েছে সইয়ের জন্য। তবে কবে নাগাদ বাস্তবায়ন শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
জ্বালানি বিশেষজ্ঞরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও সংশয় প্রকাশ করছেন দক্ষতার সাথে সুযোগ কাজে লাগানোর বিষয়টি। গেলো আট বছরে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়েছে দ্বিগুণের বেশি। সরকারের পাশাপাশি এসেছে বেসরকারি এবং বিদেশি বিনিয়োগও।
এরই মধ্যে তৈরি করা হয়েছে ২০৪১ সাল নাগাদ মহাপরিকল্পনা। কিন্তু সমস্যা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে নজর বাড়ানোর হলেও পিছিয়ে সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা। যা এখনো নিয়ন্ত্রণ করছে সরকারি প্রতিষ্ঠানগুলো।
সেই ধারাবাহিকতা ভাঙার আভাস পাওয়া গেছে রাশিয়ার কাছ থেকেও। এরই মধ্যে উৎপাদন খাতে বিনিয়োগ করা দেশটি আগ্রহ দেখিয়েছে সঞ্চালন ব্যবস্থায় বিনিয়োগের। সম্প্রতি দেশটির পক্ষ থেকে একটি খসড়া সমঝোতা স্মারক পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে। তবে বাংলাদেশ এখনও তা চূড়ান্ত করেনি।
ওই সমঝোতায় উৎপাদন এবং বিতরণ ছাড়াও, জল ও তাপবিদ্যুতে যৌথ বিনিয়োগের বিষয়ও তুলে ধরা হয়েছে। আভাস মিলেছে নবায়নযোগ্য জ্বালানি অনুসন্ধানেও কাজ করার। এছাড়া গবেষণা এবং বিশেষজ্ঞ পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও রাখছে দুই দেশ।
বিষয়টিকে জ্বালানি বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখলেও দুশ্চিন্তা থাকছে দক্ষতার সাথে প্রস্তাবগুলো যাচাই বাছাই করা নিয়ে। এখন থেকে বিদ্যুতের উৎপাদন এবং সঞ্চালনে সমানতালে বিনিয়োগের চিন্তা করছে সরকার।
সূত্র: চ্যানেল-২৪টিভি