ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের ‘মূল বোলার’ রুবেল : আইসিসি

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বিকালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরু আগেই ম্যাচটি নিয়ে বিভিন্ন মহলে বিশ্লেষণ শুরু হয়েছে গেছে। অনেকে বলছেন, ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে ব্যবধান গড়ে দেবেন মুস্তাফিজুর রহমান এবং ব্যাটিং তামিম।
কিন্তু আইসিসি বলছে এই ম্যাচে বাংলাদেশের মূল বোলার হবে রুবেল হোসেন। বৃহস্পতিবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমনটায় জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এমনিতেই ইংলিশদের বিপক্ষে তার অতীত অভিজ্ঞতা দুর্দান্ত। তার মধ্যে আবার রুবেলের সাম্প্রতিক ফর্ম- দুটি মিলিয়ে মুস্তাফিজ থাকতোও রুবেলকে চালকের আসনে বসাতে ভাবতে হয়নি আইসিসির।

এদিকে, টুইটারে বাংলাদেশ ম্যাচ নিয়ে প্রকাশ সর্বশেষ তিনটি ট্যুইটের দু’টিতেই আবার রুবেলের ছবি দিয়েছে তারা। এর মাধ্যমে বোঝাতে চেয়ে আজ বোলিং দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দেবেন বাংলাদেশের এই গতিতারকা।

 

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …