১০টি ব্যাপারে মানুষের অন্তর মরে গেছে

একদিন হজরত ইবরাহিম ইবনে আদহাম রা. বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাস করল, ‘হে আবু ইসহাক! আল্লাহ সুবহানাহু তায়ালা কুরআনে বলেন, ‘আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব।’ কিন্তু আমরা অনেক দিন ধরে দোয়া করছি অথচ আল্লাহ আমাদের দোয়ার সাড়া দিচ্ছেন না। হজরত ইবরাহিম বিন আদহাম রা. বললেন, ‘ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে। যথা-
তোমরা আল্লাহর সম্পর্কে জান কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন কর না।
তোমরা কুরআন পড়ো ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল কর না।
তোমরা দাবী কর যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসো কিন্তু তার সুন্নাতকে অবহেলা কর।
তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবী কর কিন্তু তোমরা তারই পদাঙ্ক অনুসরণ কর।
তোমার জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না।
তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের ম্যাধমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ।
তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না।
তোমরা সবসময়ে অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে খেয়াল রাখ না।
তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।
তোমরা মৃতের লাশ দাফন কর কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ কর না।
হজরত ইবরাহিম ইবনে আদহাম রহ. কথাগুলো বসরাবাসীর উদ্দেশ্যে বললেও বর্তমান সময়ে আমরাও এ সমস্যায় জর্জরিত। আলোচ্য ১০টি বিষয়ে আমাদের অন্তরও মারা গেছে। তাই সবার উচিত বিষয়গুলো উপলব্ধি করে সঠিকভাবে পালন করা এবং মেনে চলা।
[সূত্র : হিলিইয়া আল-আউলিয়া ৮ : ১৫,১৬]

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …