নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোরা আতঙ্কে কক্সবাজার শহরে একটি আশ্রয়কেন্দ্রে দু’জনের মৃত্যু হয়েছে আজ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলীম হোসেন আশ্রয়কেন্দ্রে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান জানান, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্রে ঘূর্ণিঝড়ের আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঘূর্ণিঝড় মোরার প্রভাবে জড়ো বাতাস ও ভারি বৃষ্টিতে কক্সবাজার উপকূলের শত শত ঘরবাড়ি ধসে গেছে। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা।