মোরা’র আঘাতে লন্ডভন্ড মহেশখালী

ফরিদুল আলম দেওয়ান ,মহেশখালী:

‘ঘুর্ণিঝড় মোরা’র আঘাত শুরু হওয়ার সাথে সাথে বাড়ছে বাতাসের গতিবেগ। প্রচণ্ড বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে কক্সবাজারের মহেশখালী। ভেঙে যাচ্ছে অধিকাংশ কাঁচা-পাকা ঘরবাড়ি। গাছ পড়ে বন্ধ হয়ে আছে বিভিন্ন সড়ক।মহেশথালী উপকূলে এ মূহুর্তে সকাল সাড়ে ৮টা থেকে প্রচন্ড দমকা হাওয়ার বেগে ঘূর্নিঝড় মোরা আঘাত হানছে। গাছ পালা ভাংছে। ঘরবাড়ী উপড়ে ফেলছে। নীচু এলাকায় পানি উঠছে। বর্তমানে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে মহেশখালী দ্বীপে। এ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে ৩০ হাজার মানুষকে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …