নাসিরের ব্যাটিং গড় এখন ৩৬০!

স্পোর্টস ডেস্ক: কোনো বোলারই চলতি লিগে আউট করতে পারেননি নাসিরকে। কোনো বোলারই চলতি লিগে আউট করতে পারেননি নাসিরকে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকের লিগ ঠিক যেখানে শেষ করে গেছেন সেখানেই শুরু করেছেন নাসির হোসেন।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে শেষ ম্যাচ খেলে ১৭ ঘন্টার জার্নি শেষে রাতে দেশে ফিরে পরদিন সকালেই পেয়েছেন দারুন সেঞ্চুরি!

পাঁচ ম্যাচ খেলে ব্যাট করেছেন চার ইনিংস। স্ট্রাইক রেটও দেখার মতো – ১০৬.১৯। দু’টি সেঞ্চুরির সাথে করেছেন একটি হাফ সেঞ্চুরিও। মোট রান ৩৬০, গড়ও তাই!

কারণ, গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডান হাতি এই ব্যাটসম্যানকে যে কোনো বোলারই চলতি লিগে আউট করতে পারেননি

 

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …