নিউজ ডেস্ক:ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল এক বৈঠকে বন্দরের অভ্যন্তরে থাকা ২৪টি জাহাজকে বহির্নোঙ্গরে পাঠানো হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে বন্দর অপারেশনাল সকল কর্মকর্তা কর্মচারীদের।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় মেরিন বিভাগ, পরিবহন বিভাগ ও সচিব বিভাগ নিয়ে একটি সেল গঠন করা হয়েছে। কোস্টাল ব্যাসেল ও শিপিং বোর্ডগুলোকে নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘মোরা’। এটি আরও ঘণীভূত এবং উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। তাই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।